বিনোদন

নববর্ষের প্রাক মুহূর্তে বাংলা অভিনয়ের জগতে ইন্দ্রানী হালদারের নাম প্রকাশিত হলো ভারতীয় ডাকটিকিট বিভাগে! বিশেষ সম্মান প্রাপ্তিতে আপ্লুত অভিনেত্রী

রাত ফুরোলেই বাঙালির নববর্ষ। নতুন বাংলা বছরের সূচনা। তবে তার আগে বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অবদানকে মর্যাদা দিতে ভারতীয় ডাকবিভাগ নিলো বিশেষ পদক্ষেপ। যেখানে সম্মানিত হলেন আমাদের সাতজন বাঙালি বিশেষ ব্যক্তিত্বরা। ভারতীয় ডাকবিভাগের পক্ষ থেকে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এই বিশেষ সম্মান প্রদান করা হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল, ‘সপ্তপর্ণী’। যেখানে মোট ৭ জন বাঙালিকে এই বিশেষ সম্মাননা প্রদান করে ভূষিত করা হয়েছে।

আরও পড়ুন: সারা মুখ ভর্তি রক্তের দাগে! পেছনে রয়েছে অশরীরীর হাত! নতুন কিসের ইঙ্গিত দিতে চাইছেন অভিনেত্রী?

অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল জিপিও তে। এইদিন সন্ধেয় যেনো চাঁদের আসর বসেছিল এই বিশেষ অনুষ্ঠানে। সম্মাননা পেয়েছেন যে সব বিশেষ ব্যক্তিত্বরা তাঁদের মধ্যে রয়েছেন, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, পিসি সরকার, শোভনদেব চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী হালদার, সম্বরণ বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত তন্ময় বোসু এবং ছিলেন সত্যম রায়চৌধুরী। যে যার কাজের জগতে যে শ্রেষ্ঠত্ব দীর্ঘদিন যাবৎ প্রমাণ করে এসেছেন সেই কাজের ক্ষেত্রে তাঁদের বিশেষ সম্মানে সম্মানিত করলো ভারতীয় ডাক বিভাগ।

এই সাতজন ব্যক্তিদের নামাঙ্কিত ডাকটিকিট এইদিন উদ্বোধন করা হয়েছে। ইন্দ্রানী হালদার একজন অত্যন্ত গুণী শিল্পী। যিনি দীর্ঘদিন ধরেই নিজের জায়গা বাংলা ইন্ডাস্ট্রির জগতে একইরকম ভাবে বজায় রেখে চলেছেন। বাংলা একাধিক ছবি থেকে শুরু করে এত বছর পরেও তিনি দিব্যি অভিনয় করে চলেছেন বাংলা ধারাবাহিকে। বর্তমান ছোট পর্দার শ্রীময়ী এইদিনে এই বিশেষ সম্মান লাভ করেছেন।

আরও পড়ুন: দুই প্রজন্মকে সাথে নিয়ে নাচলেন অভিনেতা দেব! শেয়ার করলেন সেই মিষ্টি ভিডিও নিজের ইনস্টাগ্রাম থেকে

লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিকে প্রায় দীর্ঘ আড়াই বছর যাবৎ শ্রীময়ী’র মুখ্য চরিত্র হিসেবে কাজ করেছেন তিনি। ছোট পর্দায় তাঁর অভিনয় মন জিতে নিয়েছে দর্শকদের। জোছন দস্তিদারের ‘তেরো পার্বণ’ এর মাধ্যমে তাঁর প্রবেশ ঘটেছিল তবে তারপরে একের পর কাজ তিনি করে গিয়েছেন। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাথে প্রথম অভিনীত বড়ো পর্দার ছবি ছিল,’ মন্দিরা। ‘ তারপর নিজের অভিনয় গুণে তিনি এগিয়ে গিয়েছেন। জীবনে করেছেন বহু সিনেমাতে অভিনয়। দীর্ঘদিন পর নিজের কাজের প্রাপ্য সম্মান পেয়ে তিনি অত্যন্ত খুশি হয়েছেন। কয়েক দশক যাবত ইন্দ্রানী হালদার অভিনয় জগতে কাজ করে চলেছেন সেই অবদানের স্বীকৃতি হিসেবে ভারতীয় ডাক বিভাগ এভাবে দেবে তাঁকে তিনি রীতিমতো অবাক হয়ে গিয়েছেন। সাথে সাথে অত্যন্ত আনন্দে আপ্লুত হয়েছেন এই বিশেষ সম্মানে সম্মানিত হতে পেরে।

Related Articles

Back to top button