বিনোদন

সমালোচকদের যোগ্য জবাব দিতে কমোডের ওপর বসে পড়লেন ইশা সাহা! শান্তশিষ্ট মেয়েকে এহেন রূপে জবাব দিতে দেখে অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা

আমরা ভাবি একজন অভিনেত্রী ক্যামেরাতে যেমন ভাবে নিজেদের প্রকাশ করবেন বাস্তবেও বোধহয় তার চরিত্রটা ঠিক তেমনি। কিন্তু এই ধারণাটা সত্যি নয়। জনপ্রিয় অভিনেত্রী ইশা সাহা সিনেমাতে শান্তশিষ্ট চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি ভীষণ স্পষ্টবাদী এবং চঞ্চল। প্রায় সোশ্যাল মিডিয়ায় নানান রকম বোল্ড লুকে ছবি দেন অভিনেত্রী আর তার এই বোল্ড লুক দেখে মুগ্ধ হয়ে যান অনুরাগীরা‌। তাকে সকলে স্টাইল আইকন হিসেবে মনে করেন। কারণ তার ফ্যাশন সেন্স সব সময় দুর্দান্ত। গতে বাঁধা চেনা ছন্দের বাইরে হাঁটতে পছন্দ করেন অভিনেত্রী।

রিল লাইফে সব সময় শাড়ি, সালোয়ার বা জিন্স টপ পরলেও বাস্তবে যখন রিয়েল লাইফে ফটোশুট করেন তখন সব সময় হট অবতারে ধরা দেন অভিনেত্রী। বাস্তবে ক্যামেরার সামনে দাঁড়ালে কখনো দেখা যায় তিনি হট ড্রেস পরে আছেন। কখনো বা দেখা যায় ব্লাউজ ছাড়া শাড়ি পরে আছেন। কখনো আবার দেখা যায় তিনি জিন্সের সাথে শাড়ি পরে সুন্দর ভাবে পোজ দিচ্ছেন। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী যেখানে দেখা যাচ্ছে বাথরুমে কমোডের উপর বসে পোজ দিচ্ছেন ইশা।

ছবিটিতে দেখা যাচ্ছে হট ডেনিম জিন্স পরেছেন অভিনেত্রী। ফুল স্লিভ আর হলুদ টি শার্ট পরেছেন অভিনেত্রী, চোখে পরেছেন চশমা। এরপর কমোডে বসে পোজ দিচ্ছেন তিনি। আলো আধাঁরির মধ্যে তার মুখের আদল কিছুটা বোঝা যাচ্ছে, কিছুটা বোঝা যাচ্ছে না। ছবিতে অভিনেত্রী কিছুটা উদাসীন হয়ে আছেন। ছবিটি দেখে তাজ্জব হয়ে গিয়েছেন সকলে। পোস্টটির ক্যাপশন‌ও চমকপ্রদ। অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন,‘সব নেতিবাচকতা ঝেড়ে ফেলার চেষ্টা ’- এই ছবিতে প্রচুর মানুষ তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। প্রায় সাড়ে ১৬ হাজারেরও বেশি মানুষ এই ছবিটির লাইক করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

Related Articles

Back to top button