“আমার দেশ তথা দেশবাসীদের এহেন চরম পরিস্থিতিতে দেখে একজন শ্রীলঙ্কান হিসেবে খুব কষ্ট হচ্ছে।” – শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ এর আবেগঘন পোস্ট নিজের দেশের জন্য

শ্রীলঙ্কা এক চরম আর্থিক দুরাবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। যেখানে দেশের সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য আগুন ছোঁয়া, সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে হয়ে গিয়েছে। ২২০ টাকা কেজি চাল, ১৯০০ টাকা কেজি গুঁড়ো দুধ,সাধারণ মানুষের অবস্থা অতি সংকটজনক।
প্রতিবেশী মানুষেরা অত্যন্ত কষ্টের সাথে দিন গুজরান করছেন। কিভাবে দিনযাপন করবেন, কি খেয়ে সামনের দিন গুলোতে বাঁচবেন সেই চিন্তায় কাটছে। সেইসঙ্গে প্রশাসনিক অবস্থা টালমাটাল হওয়ার কারণে জনগন যাতে কোনো প্রকার ক্ষোভ দেখাতে না পারে সেই কারণে এলাকা জুড়ে কারফিউ জারি করা হয়েছে।
জ্যাকলিন ফার্নান্ডেজ এবার নিজের দেশের এই খারাপ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন। ভারত তাঁর কর্মস্থান কিন্তু তাবলে কীকরে তিনি তাঁর জন্মভূমি শ্রীলঙ্কা কে ভুলে যাবেন। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবরাও যাঁরা শ্রীলঙ্কা তে রয়েছেন তাঁদের কথা ভেবে রাতে ঘুমোতে পারছেন না অভিনেত্রী। জ্যাকলিনের কথা অনুযায়ী, তাঁর নিজের দেশের এমন দুরবস্থা দেখে একজন দেশের নাগরিক হয়ে তাঁর খুব কষ্ট হচ্ছে। একজন শ্রীলঙ্কান হয়ে তাঁর কষ্ট হলেও তিনি নিরুপায় হয়ে দেশে বসে কেবল প্রার্থনা জানিয়েছেন দেশবাসীর জন্য। কাছের মানুষদের জন্য অশ্রুসজল চোখে তিনি কেবল প্রার্থনা টুকু করে যাচ্ছেন প্রতি মুহূর্তে।
View this post on Instagram
ভারতে তিনি থাকলেও যেনো চোখের পাতা এক করতে পারছেন না। যেদিন থেকে শ্রীলঙ্কার এমন খারাপ পরিস্থিতি , সেই মুহূর্ত থেকে জ্যাকলিনের কাছে অসংখ্য মেসেজ এলেও , তিনি অনুরোধ জানিয়েছেন কিছু শোনার ভিত্তিতে একটি সম্পূর্ণ জাতিকে সমালোচনা না করার জন্য। যে সময় একটি সম্পূর্ণ দেশের সমবেদনা, সবার সমর্থন প্রয়োজন সেই সময় সমালোচনা না করে পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি। সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিনেত্রীর কাছে মেসেজের মাধ্যমে নানা সমালোচনার কথা উঠে এসেছে। যে জাতি বা গোষ্ঠীর বর্তমান পরিস্থিতি অতি বিপন্ন তাদের অতিরিক্ত সমালোচনার পরিবর্তে প্রয়োজন সমব্যথী হওয়া তাই যেনো সমস্ত দেশবাসী হতে পারেন তাই শেষ পর্যন্ত আর্জি জানিয়েছেন তিনি।
সেইসঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজ সকল ভারতবাসীর উদ্যেশ্যে ২ মিনিট নিরবতা পালনের অনুরোধ করেছেন, যাতে দ্রুত পরিস্থিতির উন্নতি ঘটে ওখানকার মানুষেরা তাদের স্বাভাবিক জীবন ফেরত পায় আগের ন্যায়। অভিনেত্রী নিজের দেশের অতি দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য কামনা করেছেন ।জ্যাকলিন ফার্নান্ডেজ, শ্রীলঙ্কাবাসীদের জন্য একান্তভাবে প্রার্থনা জানিয়েছেন, একদিন এই খারাপ অবস্থার পরিবর্তন ঘটবে, সেইসঙ্গে দেশের মানুষের মানসিক শক্তির জন্য তিনি প্রার্থনা জানিয়েছেন।