বিনোদন

শ্রীদেবীর মতোই গ্ল্যামার শ্রীদেবী-কন্যা জাহ্নবীর! নায়িকার আনমনা লুকের ভিডিও ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়

বলিউডের যে সকল স্টারকিডরা জনপ্রিয়তার শীর্ষে আছেন, তাদের মধ্যে অন্যতম হলেন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। শাহরুখ কন্যা সুহানার থেকে কোন অংশে কম নন শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। দেশে-বিদেশে প্রচুর ফ্যান ফলোয়ার্স তার, যারা রীতিমতো মুখিয়ে রয়েছেন অভিনেত্রীর নিত্যনতুন আপডেট পাওয়ার আশায়। জাহ্নবী Dostana 2, good luck Jerry, Takht, mili র মত ছবিতে কাজ করছেন বর্তমানে। যার মধ্যে এই বছর Dostana 2 ছবিটি রিলিজ করবে বলে খবর।

আরও পড়ুন: অজয়,অক্ষয়ের মত নন সুনীল! তামাক ছোঁননি বলেই‌ ৬০ বছর বয়সে এসেও গ্ল্যামার ঠিকরে পড়ছে!

এই কিছুদিন আগেই জি বাংলার জনপ্রিয় গেম শো দাদাগীরির মঞ্চে এসেছিলেন তিনি। সেটি দেখে মুগ্ধ হয়ে যান তার ভক্ত অনুরাগীরা। এছাড়া প্রায় অনুরাগীদের সাথে সম্পর্ক বজায় রাখতে নানান রকম ছবি ভিডিও পোস্ট করেন তিনি, সম্প্রতি তার একটি জিম লুক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, জিম করে বেরিয়ে গাড়িতে উঠছেন তিনি। গাড়ি ওঠার সময় তাকে ভীষণ অন্যমনস্ক লাগছিলো, কিছু একটা ভাবছেন তিনি। তবে ছবিতে তাকে ভীষণ হট লাগছিলো! আনমনা সুন্দর এই লুকেই ঝড় তুলেছেন তিনি, সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন। তার ভাইরাল এই ভিডিওটিতে ইতিমধ্যেই ৯০ হাজারের কাছাকাছি মানুষ লাইক করেছেন।

আরও পড়ুন: পল্লবীর রহস্যমৃত্যুতে কী বললেন শন বন্দ্যোপাধ্যায়? আমি সিরাজের বেগমের নায়িকার মৃত্যুতে বিধ্বস্ত পর্দার সিরাজ!

ইনস্ট্যান্ট বলিউড নামের একটি পেজ থেকে‌ তার এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওটি দেখে প্রচুর মানুষ তাদের ভালোলাগার কথা জানিয়েছেন। প্রচুর মানুষ লাভ রিয়েক্ট দিয়েছেন। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবুজ রঙের থাই টাইট হট প্যান্ট ও সাদা রংয়ের ক্রপ টপ পরেছেন নায়িকা। লম্বা চুলে দুটো বিনুনি বাঁধা আর পায়ে স্নিকার্স পরেছেন জাহ্নবী। তাকে এই হট লুকে দেখে ক্যামেরাম্যানরা সকলে ঝাঁপিয়ে পড়েছেন আর হট লুকে জাহ্নবীর এই ছবি দেখে নায়িকার পুরুষ অনুরাগীদের ঘুম উড়ে যাওয়ার জোগাড়।

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

মাঝেমধ্যেই বিভিন্ন রকম হট বোল্ড লুকে ঝড় তোলেন নায়িকা জাহ্নবী। কিছুদিন আগেই যেমন জাহ্নবীর একটি অ্যাওয়ার্ড শোয়ের লুক ভাইরাল হয়। সেই অ্যাওয়ার্ড শোতেও তাকে বিখ্যাত মডেল Kim Kardashian এর মত সুন্দর লাগছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, সৌরভ গাঙ্গুলী সঞ্চালিত দাদাগীরির শো তে এসে দাদা সৌরভ গাঙ্গুলীর সাথে নাচতে দেখা যায় অভিনেত্রীকে। এখানেই শেষ নয় তিনি দাদাকে জানান যে তিনি বাংলা ভাষার একটি লাইন‌ই বুঝতে পারেন, সেটি হলো,‘তাড়াতাড়ি করো’ যা নিয়ে হাসি মজার ভরে ওঠে দাদার মঞ্চ।

Related Articles

Back to top button