গান্ধীগিরিতে নয়, নেতাজির মন্ত্র বিশ্বাসী কঙ্গনা! হিংস্রতা তার স্বভাবের মধ্যে রয়েছে, রক্ত দেওয়ায় বিশ্বাসী তিনি!

বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে এমনিতেই তাঁর অভিযোগ কম নয়, বলিউডের নেপোটিজম বিতর্কে প্রকাশ্যে মুখ খুলে ছিলেন তিনি, এছাড়াও বলিউডের অন্দরে থাকা বিভিন্ন বিষয় নিয়ে বারংবার মুখ খুলেছেন তিনি। বলিউডের মধ্যে তাই স্পষ্টবাদী অভিনেত্রী হিসেবেই পরিচিত মনিকর্নিকা খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। মনের কথা চেপে না রেখে প্রকাশ্যে মুখ খোলেন তিনি, তার ভেতরে কোনো রাখঢাক নেই, কোন কিছু ভয় পাওয়ার ব্যাপার নেই, যে তার সাথে খারাপ ব্যবহার করে তার বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: বলিউড তারকা ছাড়াই হিট হবে পুষ্পা ২! চারগুণ বাজেট নিয়ে তৈরি হচ্ছে পুষ্পার দ্বিতীয় সিক্যুয়ল
কঙ্গনার কথায় তিনি গান্ধীগিরিতে বিশ্বাসী নন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর মন্ত্র বিশ্বাসী। সম্প্রতি কঙ্গনা রানাউতের নতুন একটি ছবি মুক্তি পেতে চলেছে, ছবিটির নাম ধাকড়, এই ছবিতে তাকে একজন মহিলা এজেন্টের চরিত্রে দেখা যাবে। এই ছবিটি তার আগাগোড়াই অ্যাকশনে ভরপুর। এর আগেও তিনি ঝাঁসির রানী চরিত্রে অভিনয় করেছিলেন, তবে অভিনেত্রী যে শুধু রিল লাইফে এরকম তাই কিন্তু না, রিয়েল লাইফেও অভিনেত্রীর চরিত্র এই রকম।
বাস্তব জীবনে তার চরিত্র সম্পর্কে তিনি নিজেই খুল্লামখুল্লা বলেছেন যে অহিংসা তার জীবনের মন্ত্র নয়। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের চরিত্র সম্পর্কে বলেছেন, “আমার স্বভাব টাই হিংস্র মজা করছি না কিছু মানুষ অভাবের দিক থেকেই হিংসা হয় আর এরা আইপিএস অফিসার বা সেনাবাহিনীতে যোগ দেয় কিছু মানুষ আছে যারা এক গালে থাপ্পড় খেলে ওন্য গাল বাড়িয়ে দেওয়ার আদর্শে বিশ্বাসী আর কিছু মানুষ আছে যারা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এই আদর্শে বিশ্বাস করে। আমরা রক্ত দেওয়ায় বিশ্বাসী। আমার আদর্শ ওরকম।”
আরও পড়ুন: ‘আশা করি মায়ের আমায় নিয়ে গর্ব হবে’ বুদ্ধ পূর্ণিমার দিন ২০০০ মানুষকে খাইয়ে বলেন অভিনেত্রী কৌশানী!
অভিনেত্রী পরিষ্কার বলেছেন যে, তিনি গান্ধীগিরি তে বিশ্বাসী নন। কোনদিন তিনি বিশ্বাস ও করেন নি। বরং হিংস্রতা দিয়ে এই সমস্যার সমাধান করতে পছন্দ করেন তিনি। তাই তার কাছে যখন ধাকড় ছবির প্রস্তাব আসে, তখন এই ছবির প্রধান চরিত্র এজেন্ট অগ্নির চরিত্রের সাথে একাত্মতা বোধ করতে পেরেছিলেন কঙ্গনা, তাই আর না করেননি তিনি, রাজি হয়ে গিয়েছিলেন এককথায়।
প্রসঙ্গত উল্লেখ্য, কঙ্গনা রানাওয়াত অভিনীত ধাকড় ছবিটি হিন্দি ছাড়াও তামিল-তেলেগু ও মালায়ালাম ভাষাতেও মুক্তি পেতে চলেছে। রাজনিশ রাজি ঘাই পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ২৭ শে মে আর সম্পূর্ণ অ্যাকশন ঘরানার এই ছবিতে কঙ্গনাকে সম্পূর্ণ অন্যরূপে দেখা যাবে।