বিনোদন

‘কফি উইথ করণ’-এর নতুন সিজন আর দেখা যাবে না! ‘একটা যুগের অবসান’, বলছে ফ্যানেরা

‘কফি উইথ করণ’ শো নিয়ে বরাবর এক অন্য উত্তেজনা বিরাজ করতো দর্শকদের মধ্যে। অনুরাগীরা একেবারে অপেক্ষা করে থাকতেন কবে নতুন সিজন শুরু হবে পর্দায়। কফি উইথ করণ’-এর মূল আকর্ষণ ছিল বলিউড তারকারা ঠিক কিভাবে প্রতিটি প্রশ্নের উত্তর বুদ্ধির সাথে দিতে পারেন। তবে এই শো নিয়ে অনেকবারই বহু সমালোচনা হয়েছে দর্শকদের মধ্যে। তারপরও মুখিয়ে থাকতেন সবাই বলিউড সব তারকাদের সিক্রেট সব খবর এই শোতেই ফাঁস হতো। সঞ্চালক করণ জোহর ফের নতুন সিজন নিয়ে ফিরবেন এই আশাতেই দিন গুনছিলেন সবাই। কিন্তু সব আশায় জল ঢেলে এ কি কথা প্রকাশ্যে আনলেন করণ জোহর! যা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

আরও পড়ুন: “কাজ না থাকায় মানসিক অবসাদে ভুগেছিলাম”- দিদি নং ওয়ানের মঞ্চে এসে জানালেন অভিনেত্রী অনামিকা সাহা!

করণ জোহর টুইট করে একেবারে ঘোষণা করে দিয়েছেন,আর নতুন সিজন নিয়ে ফিরছেন না তিনি। ‘কফি উইথ করণ’ আর দেখতে পাবেন না অনুরাগীরা।বন্ধ হতে চলেছে এই শো। সিজন সিক্স শেষ হওয়ার পর একেবারে দিন গুনতে শুরু করেছিলেন অনুরাগীরা এই আশায় যে খুব তাড়াতাড়ি হয়তো করণ জোহর এই শো এর সিজন ৭ নিয়ে পর্দায় ফিরবেন। কিন্তু সব অনুরাগীদের একেবারে আশাহত করে দিয়েছে করণ জোহরের এই টুইট। তবে প্রশ্ন উঠছে হঠাৎ মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? যদিও সেই কারণ সম্পর্কেও জানিয়েছেন ইতিমধ্যেই করণ জোহর।

এই শোয়ের প্রযোজক থেকে শুরু করে পরিচালক এবং সঞ্চালক দাবি করেছেন, , “‘কফি উইথ করণ’ আমার পাশাপাশি আপনাদের জীবনেরও অংশ হয়ে উঠেছিল। গত ছয়টি মরসুমের সাক্ষী থেকেছেন আপনারা। আমার মনে হয়, এই শোয়ের মাধ্যমে আমরা একটা প্রভাব ফেলতে পেরেছি। শুধু তাই নয়, পপ কালচারের ইতিহাসেও জায়গা করে নিয়েছি। আর তাই ভারাক্রান্ত হৃদয়ে ঘোষণা করতে হচ্ছে যে, ‘কফি উইথ করণ’ আর ফিরছে না।”

আরও পড়ুন: নায়ক হ‌ওয়ার কথা ছিলো ববি দেওলের! করিনার শর্তেই কি ‘জব উই মেট’এ নায়ক হন শহিদ? 

এই শোয়ের একনিষ্ঠ ভক্ত যাঁরা ছিলেন রীতিমতো মন ভার তাঁদের। বুধবার সকাল সকাল যে এমন খবর শুনতে পাবেন আশা করেননি। ২০০৪ সাল থেকে দীর্ঘ এত বছর যাবত এই শো চলেছে। অবশেষে এই শো বন্ধ হতে চলেছে। করণ জোহর নিজের আগামী ছবির কাজে ব্যস্ত হয়ে পড়ায় আপাতত এই শো এর এই দীর্ঘ যাত্রা এখানে সমাপ্ত করলেন।

Related Articles

Back to top button