বিনোদন

দ্বিতীয় বিয়ের জন্য কি ভাবনা চিন্তা করছেন করিশ্মা কপূর? জল্পনা উস্কে দিলেন অভিনেত্রী স্বয়ং

বেশ কয়েক বছর একা থাকার পর এরপর কি দ্বিতীয়বারের জন্য পিঁড়িতে বসতে চলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কপূর? অসুখী জীবন এবং বিবাহ বিচ্ছেদের যন্ত্রণা ভুলে নতুন করে কি জীবন শুরুর কথা ভাবছেন তিনি? জল্পনা উস্কে দিয়েছেন করশ্মা স্বয়ং। রাজ কপূরের বড় নাতনী করিশ্মা রাজা হিন্দুস্থানী, হিরো নাম্বার ওয়ান, জুবেইদা, দিলতো পাগল হ্যায় ইত্যাদি সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। সম্প্রতি তার দ্বিতীয় বিয়ের কথা উঠতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছেন করিশ্মা ভক্তরা।

আরও পড়ুন: বলিউডের জন্ম কীভাবে? বলিউড তৈরি হওয়ার সত্য গল্প‌ই এইবার আমাজন প্রাইমে বলবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

২০০৩ সালে সঞ্জয় কপূরকে বিয়ে করেন বলিউড ডিভা করিশ্মা। কিন্তু সুখের হয়নি তাদের দাম্পত্য। অসুখী দাম্পত্যের মাঝেই জন্ম হয় এক ছেলে ও এক মেয়ের। এরপর ২০১৪ তে এসে করিশ্মা সিদ্ধান্ত নেন যে তিনি আলাদা হবেন, বিবাহ-বিচ্ছেদের মামলা শুরু হয়, একে অন্যের প্রতি বিস্তর কাদা ছোড়াছুড়ি ও চলতে থাকে। এর ঠিক দুইবছর পর ২০১৬ বিবাহবিচ্ছেদ করে মেয়ে সামাইরা ও ছেলে কিয়ানকে নিয়ে একাই বেরিয়ে আসেন করিশ্মা। তারপর অনেকগুলো বছর কেটে গেছে তিনি একা। সম্প্রতি তার বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। তবে সেই গুঞ্জন কিন্তু সৃষ্টি করেছেন রণধীর কন্যা স্বয়ং।

করিশ্মা আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই জল্পনার সূত্রপাত শুরু হয় রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে থেকেই। পাঞ্জাবি সংস্কৃতি অনুযায়ী বলা হয় যে, কনের হাতের ঝাঁকানো সোনার গয়না যার হাতে গিয়ে পড়ে, তার বিয়ে খুব শীঘ্রই হতে চলেছে বলে ধরে নেওয়া হয়। রণবীর-আলিয়ার বিয়েতেও যখন পাঞ্জাবি সংস্কৃতি অনুযায়ী কলিরা রীতি উদযাপন করা হচ্ছিলো সেই সময় বিয়ের আসরে আলিয়ার হাতের চুড়ি থেকে খসে পড়া সেই সোনা গিয়ে আচমকা পড়েছিল করিশ্মার হাতে আর এতে বিন্দুমাত্র বিরক্ত না হয়ে উল্লাসে ফেটে পড়েছিলেন অভিনেত্রী। আহ্লাদে আটখানা হয়ে তিনি রণবীর-আলিয়ার বিয়ের কেকের উপর‌ই হুমড়ি খেয়ে পড়ে ছিলেন বলে খবর। এই খবর শোনার পর সবাই যখন করিশ্মা কপূরের বিয়ের ফুল ফুটতে চলেছে বলে ধরেই নিয়েছেন সেই সময় জল্পনা ফের একবার উস্কে দিলেন অভিনেত্রী স্বয়ং।

আরও পড়ুন: আগামী ছবির নায়িকা লহমাকে চোখ বাঁধা অবস্থায় ছুঁয়েই চিনে ফেললেন জিৎ

নব্ব‌ই দশকের জনপ্রিয় এই অভিনেত্রীর সাথে তার অনুরাগীদের কথোপকথন করিশ্মার দ্বিতীয় বিয়ের দিকেই ইঙ্গিত করে। গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একজন ভক্ত আচমকাই করিশ্মাকে প্রশ্ন করেন, করিশ্মা কি আবার বিয়ের কথা ভাবছেন? জবাবে মোটেই সেই প্রশ্ন এড়িয়ে যান নি বা হেসে উড়িয়ে দেননি অভিনেত্রী। তিনি লিখেছেন “ডিপেন্ডস” এরপর অনুরাগীদের মনে উঁকি দিয়েছে প্রশ্ন,কীসের উপর নির্ভর করছে তার বিয়ের সিদ্ধান্ত? না এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন কপূর কন্যে।

Related Articles

Back to top button