ভিকি ক্যাটের খুল্লামখুল্লা রোমান্স! সুইমিংপুলে মনোকিনি পরেই রোমান্স শুরু করলেন ক্যাটরিনা! ভাইরাল ছবি

প্রেম ভালোবাসা নিয়ে প্রকাশ্যে কথা বলতে নারাজ ছিলেন বলিউডের লাভ বার্ডস ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তাদের প্রেম ভালোবাসা নিয়ে তারা বিয়ের আগে অবধি কোন রকম কথাই বলেননি। তবে তারা নিজেদের বিষয়ে কথা না বললে কি হবে তাদের সম্পর্কের বিষয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় জোর আলোচনা হতো। এরপর ২০২১ এর ৯ ই ডিসেম্বর বিয়ে করেন ক্যাটরিনা ভিকি। রাজস্থানের ফোর্ট বারওয়ারা এই সময় হয়ে উঠেছিলো আকর্ষণের কেন্দ্রবিন্দু। কারণ ২০২১ এর সবথেকে চর্চিত জুটি ভিকি ক্যাটের বিয়ে হয়েছিল এখানে।
নিজেদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবার নিয়ে রাজস্থানের ফোর্ট বারওয়ারাতে বিয়ের আসর বসেছিল। সেখানে তিনদিন ধরে মেহেন্দির অনুষ্ঠান হলদি অনুষ্ঠান বিয়ে চলেছিলো। এরপর বিয়ে সম্পন্ন হওয়ার পর ভিকি ক্যাট হানিমুন করতে চলে যান অজানা জায়গায়। বর্তমানে বিরাট অনু্ষ্কার ফ্ল্যাটের পাশেই রয়েছেন তারা। ডিসেম্বরে বিয়ে মেটার পর ১৯ শে মার্চ আইনি বিয়ে সেরে ফেলেন তারা।
View this post on Instagram
বিয়ের আগে ক্যাটরিনাকে নিয়ে কিছু না বললেও বিয়ের পর একটি সাক্ষাৎকারে ক্যাটরিনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন ভিকি কৌশল। জীবনসঙ্গী হিসেবে ক্যাটরিনাকে পেয়ে যে তিনি অত্যন্ত খুশি তা জানাতে ভোলেননি। হ্যালো ইন্ডিয়া ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ভিকি কৌশল জানান, “আমার জীবনের প্রতিটা ধাপে ক্যাটরিনার গুরুত্ব অপরিসীম। আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে। কারণ ও চতুর বুদ্ধিমান সহানুভূতিশীল রোজ আমি ওর থেকে কিছু নতুন শিখি।”
বিয়ের আগে নিজেদের প্রেম পর্ব নিয়ে মুখ না খুললেও বিয়ের পর নিজেদের খুল্লামখুল্লা রোমান্স তুলে ধরেছেন ভিকি ক্যাট। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই তাদের প্রেমের ছবি দেন তারা। গত শনিবার তারা একটি ছবি দিয়েছেন যেখানে তাদের দুজনকে বেশ রোমান্টিক মুডে দেখা যাচ্ছে। গত শনিবারের দেওয়া ছবিতে দেখা যাচ্ছে পুলের জলে রোমান্স করছেন দুই তারকা। তাদের হটনেস যেন ছবি ভেদ করে বাইরে বেরিয়ে আসছে।
নিজেদের রোমান্টিক মুহূর্তের সেই ছবি শেয়ার করে ক্যাটরিনা কাইফ ক্যাপশন দিয়েছেন,“Me and mine”। ছবিতে দেখা যাচ্ছে সাদা রংয়ের মনোকিনি পরে আছেন ক্যাটরিনা। গোটা শরীর ভিজে গিয়েছে তার। অন্যদিকে ভিকি কৌশল খালি গায়ে নেমে পড়েছেন জলে। ছবিতে দেখা যাচ্ছে ভেজা শরীরে ক্যাটরিনা জড়িয়ে ধরেছেন ভিকিকে। এরকম একটি ছবি তে হৃত্বিক রোশন থেকে প্রিয়াঙ্কা চোপড়া প্রত্যেকেই কমেন্ট করেছেন। ছবিতে প্রচুর মানুষ লাভ রিয়েক্ট দিয়েছেন। নেটাগরিকরা তো এক বাক্যে স্বীকার করেছেন,“রব নে বানা দি জোড়ি”