বিনোদন

‘ইউটিউবার মানেই ধান্দাবাজ নয়, সবাইকে এক তালিকায় ফেলবেন না।’ ক্ষোভ কিরণ দত্তের, কেন এই কথা লিখলেন দ্য বং গাই কিরণ দত্ত?

ইউটিউবার মানেই তারা ধান্দাবাজ, তারা শুধু আলতু ফালতু ভিডিও বানান, এই তালিকার মধ্যে যে সকলেই পরেন না তার প্রমাণ দিলেন ‘দ্য বং গা‌ই’ কিরণ দত্ত। জনপ্রিয় এই ইউটিউবার গত শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এক বিদেশি ইউটিউবার অ্যালেক্সের সাথে সকলের আলাপ করিয়ে দেন, যাকে সকলে টেকনো ব্লেড ইউটিউব চ্যানেলের মাধ্যমে চিনতেন। যিনি একজন জনপ্রিয় ইউটিউবার, তিনি তার জীবনের শেষ মুহূর্ত অবধি সমাজের সবার জন্য কাজ করে গিয়েছেন, নিজের মৃত্যুকে নিঃশব্দে প্রতি মুহূর্তে অনুভব করেও সেই যন্ত্রণা লুকিয়ে ফ্যানদের জন্য ভিডিও বানিয়ে গিয়েছেন আর সমাজের এক স্তরের মানুষের কথা ভেবে চ্যারিটি স্ট্রিম‌ও করে গিয়েছেন। সেই অ্যালেক্সের কথা এইবার প্রকাশ্যে আনলেন জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত।

কিরণ তার পোস্টে লিখেছেন, “আলেক্স তুমি হয়তো চাইতে না তোমায় সবাই চিনুক কিন্তু আমি তোমার গল্প সবাইকে না বলে পারছিনা আমি চাই তোমায় সবাই চিনুক সবাই ভালবাসুক। আলেক্স আমার মতই একজন ইউটিউবার অবশ্য আলেক্স আসল নাম। ইন্টারনেটে সবাই ‌আলেক্সকে চেনে টেকনো ব্লেড নামেই। আলেক্স নিজের মুখ নিজের পরিচয় গোপনে রেখেই গেমিং ভিডিও বানাতে ইউটিউবে এবং ওর সাবস্ক্রাইবার এক কোটিরও বেশি‌। আমি মাইনক্রাফট গেমের অনেক কিছুই অ্যালেক্সের থেকে শিখেছি‌। গত কয়েক মাস আলেক্স ‌ ভিডিও দেয়নি ঠিকমত। তবে গতকাল একটা ভিডিও দিয়েছে সেই ভিডিওটা না এলেই বোধ হয় ভালো হতো।

অ্যালেক্স আর নেই । ক্যান্সারের কাছে অ্যালেক্স হেরে গিয়েছে । অ্যালেক্স ভালো করেই জানতো এটাই তার শেষ ভিডিও ।তার ভিডিওতে অ্যালেক্স জানিয়েছে ফ্যানদের সাপোর্ট করার জন্যই সে এত কিছু করতে পেরেছে । তার ভাই, বোনদের পড়াশোনায় কোনো অসুবিধা হবে না। কারণ অ্যালেক্স youtube থেকে সেই রকমই রোজগার করে গিয়েছে। আলেক্স জানত ও বেশি দিন আর নেই। তাই আনন্দের সঙ্গেই ভিডিও তৈরি করত। তার পরিস্থিতি কাউকে জানতেও দেয়নি। ক্যান্সারের জন্য চ্যারিটি স্ট্রিম করে পাশে থাকতে চেয়েছে তার মতই আরো ক্যান্সারে আক্রান্ত মানুষদের। শেষ ভিডিওতে অ্যালেক্স জানিয়েছিল, আরো ১০০টা জীবন পেলে তিনি অ্যালেক্স হয়েই আসতে চান। মৃত্যুর আগেও নিজের ফ্যানদের জন্য একটা চিঠি লিখে আলেক্স তার বাবাকে দিয়ে যান। তার কিছু ঘন্টা পর তিনি চলে যান।

অনেকেই বলে আর বলবেও ইউটিউবাররা সব ধান্দাবাজ আলতু ফালতু ভিডিও বানিয়ে শুধু ফেম চায়। টাকা কামানোই এদের আসল উদ্দেশ্য। বলুন, একশোবার বলুন, গালাগাল দিন। তবে অ্যালেক্সরা এভাবেই আসবে আর চলে যাবে না বলেই। ওদের এই লিস্ট থেকে বাদ দেবেন। ব্যাস , এটুকুই বলার।”

Related Articles

Back to top button