রান্নাঘরের সম্রাজ্ঞী শুক্লা মুখোপাধ্যায় আর নেই, রান্নাঘর এখন ফাঁকা “কিচেন কুইন”এর অভাবে, ‘রান্না ঘরের ভাড়ার শূন্য থাকলেও শুক্লাদি কখনো তা বুঝতে দিতেন না’! কিচেন কুইন শুক্লা মুখোপাধ্যায়ের প্রয়াণে লিখলেন সুদীপা

রান্নাঘরের আনাচ-কানাচ ছিল তার একদম ঠোঁটস্ত। বিভিন্ন ধরনের সুস্বাদু পদ বানিয়ে ফেলতে পারতেন যেকোনো ধরনের সবজি দিয়ে। এই সুবাদে তাকে তকমা দেওয়া হয়েছিল “কিচেন কুইন”। তবে তিনি এখন আর আমাদের মধ্যে নেই।
রান্নাঘরের সম্রাজ্ঞী শুক্লা মুখোপাধ্যায় প্রয়াত। বহুদিন যাবত বেশ কিছু শারীরিক অসুস্থতায় ভুগছিলেন কিচেন কুইন। এর আগেও বহুবার তাকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তবে এইবার তাকে আর ফিরিয়ে আনা গেল না। বুধবার অর্থাৎ গতকাল রাতে শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার চলে যাওয়ায় শোকগ্রস্থ করেছে টলিউডের ঘনিষ্ঠ অঞ্চল। ভেঙে পড়েছেন সুদীপা, যিনি শুক্লা দেবীর আত্মীয় এবং এক কথায় তার উত্তরসূরিও বটে। এ বিষয়ে তার সাথে কথা বলায় তিনি বলেন, “এ মাসের ৮ তারিখ ওঁর জন্মদিন ছিল। এত ব্যস্ত ছিলাম যে শুভেচ্ছা জানাতে ভুলে গিয়েছিলাম। সেটাই আজ সবচেয়ে বেশি যন্ত্রণা দিচ্ছে।” এছাড়াও সুদীপা আরও বলেন, “রান্নাঘরের একদম জন্মলগ্ন থেকে তিনি সঙ্গে ছিলেন। তখন রান্নাঘরের এত বাজেট ছিল না। উনি নিজেই ৩-৪টে মোচা কিনে আনতেন। তারপর নিজেই মাথা খাটিয়ে মোচা দিয়েই তিন-চার রকমের পদ ভেবে ভেবে তৈরি করতেন”।
রান্না ছিল কিচেন কুইন এর একেবারে নখ দর্পণে। তার এই চলে যাওয়া মেনে নিতে পারছে না তা রান্না প্রেমিক অনুরাগীরা। সুদীপা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়া একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন, “কতদিন তোমার কোনো খোঁজ নিই নি। কোভিড পরবর্তী পরিস্হিতি- আমাদের কেমন যেন দুটিতে দিয়েছে। তোমার তো এত তাড়াতাড়ি যাবার কথা ছিলো না”।