বিনোদন

‘তুমি বাবা কম বন্ধু বেশি ছিলে,দ্রুত পুড়ে গেলে তুমি আলো হয়ে গেলে বাবা!’ বাবাকে নিয়ে লিখল কেকে পুত্র!

বলিউডের জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুর তিন সপ্তাহ পর কলম ধরলেন তার ছেলে নকুল কৃষ্ণ। বাবার মৃত্যুর পর তার কী অবস্থা অনুভূতি সবটা লিখলেন তিনি, লিখলেন বাবা আসলে তার কাছে কি ছিলো। নকুলের কথায়,“তিন সপ্তাহ হয়ে গেল বাবা, তুমি নেই। এই ‘নেই’এর কথা বুঝে নিতে সময় লাগলো। অনেক কথা বলতে চাইছি কিন্তু মনে হচ্ছে কারা যেন আমার বুকের উপর জোর করে দাঁড়িয়ে আছে। আমায় কথা বলতে দিচ্ছে না। কী অসহ্য যন্ত্রণা!”

বাবাকে অনেক কাছ থেকে দেখেছি সে উপলব্ধি করেছে তার বাবার মধ্যে কোন নেতিবাচকতা নেই, “ভাগ্যিস আমি কেকের ছেলে! না শুধুই সুস্থ জীবন পাওয়া নয় পাওয়ার চেয়েও দেখা। তোমায় দেখা। তোমার অনুরাগীরা তোমায় কয়েক মুহূর্ত দেখার জন্য পাগল। আর আমি তো তোমায় রোজ দেখেছি। মানুষের জন্য তোমার ভালোবাসা, তোমার স্বভাব, গানের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা-কোথা ও নেতিবাচক কোন কিছু ছিল না তোমার মধ্যে। তাই গানের রাস্তা ধরে এগিয়ে গেলে।”

কেকে পুত্র আরো লিখেছে তার বাবা তার কাছে,‘বাবা কম বন্ধু বেশি’ছিলো। তার লেখায়,“ছোটবেলা থেকেই দেখেছি তুমি আমায় তোমার সমকক্ষ ভাবতে। আমার সিদ্ধান্তে তোমার খোলামেলা সমর্থন যেমন ছিল। তেমনই আমি কোথায় যাচ্ছি কি করছি সব খেয়াল রাখতে তুমি। মতপার্থক্য হলে নিজেই জানাতে যুক্তি দিয়ে। আমার সিদ্ধান্ত যাই হোক তার সঙ্গে যেন আমি যুঝতে পারি সেই বিশ্বাস তুমি দিয়ে গেলে। আমার অন্য বন্ধুদের সঙ্গে তাদের বাবার সম্পর্ক দেখে অবাক হতাম। তোমার আমার সম্পর্ক তো তেমন ছিল না। বাবা কম বন্ধু বেশি ছিলে তুমি।”

এর পাশাপাশি নকুল কৃষ্ণ আরো লিখেছেন,“ মনে হয় তুমি প্রকৃতির এক ভীষণ শক্তি। বাড়িতে সে হাসছে, মজা করছে, গান গাইছে। তার গলা আমাদের হৃদয় যেমন তৈরি করেছে তেমনি বিশ্বের বহু মানুষের জীবনের বিভিন্ন আবেগকে ধরে রেখেছে। ভরিয়ে দিয়েছে। এই উজ্জ্বল জীবনীশক্তি খুব দ্রুত পুড়ে গেল। আলো হয়ে গেল। বাবা আলোকরেখার ঢেউ আছড়ে পড়ে, আবার তো ঢেউ হয়ে ফিরে আসে। আমি আসবো বাবা, যে জায়গায় আবার ঢেউ ফিরবে, সেখানেই ঠিক দেখা হবে আমাদের।”

Related Articles

Back to top button