বিনোদন

কোয়েল পুত্র কবির স্কুলে ভর্তি হলো! স্কুলের প্রথমদিনের ছবি দিয়ে সকলকে জানিয়ে দিলেন কোয়েল!

স্টার কিডরা সব সময় চর্চার মধ্যে থাকেন। ঠিক যেমন করিনা পুত্র তৈমুর বা শুভশ্রী পুত্র ইউভান। এদের ছোট ছোট বিষয়গুলো সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে যায়। রাজ-শুভশ্রী পুত্র ইউভান তো ছোট থেকেই নেটিজেনদের অত্যন্ত আদরের। কারণ জন্মের পর থেকেই তার প্রতিটি মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রাজ ও শুভশ্রী। তবে টলিউডের আর একটি ছোট্ট স্টার কিড আছে, সেও সকলের অত্যন্ত প্রিয়।

আরও পড়ুন: সবাই কে হারাতে প্রসেনজিৎ ঋতুপর্ণার পর কি এবার প্রসেনজিৎ দেবশ্রী জুটি আবার পর্দায় ফিরবে? কবে আবার একসাথে দেখা যাবে দুজনকে উত্তর দিলেন স্বয়ং প্রসেনজিৎ!

অন্যান্য স্টার কিডদের মত কবিরকে বারবার, ক্যামেরার সামনে আনেন না কোয়েল মল্লিক। ২০২০ র ৫ ই মে কবিরের জন্ম দিলেও এর ঠিক ৫ মাস পর দুর্গাপূজার অষ্টমীর দিন প্রথম কবিরকে ক্যামেরার সামনে এনেছিলেন কোয়েল। এরপর বড়দিনে কবিরের আবার‌ও একটি ছবি দিয়ে ছিলেন অভিনেত্রী। কিছুদিন আগে ফাদার্স ডে ছিল, এই দিন পিতৃদিবস উপলক্ষে কোয়েল নিজে যেমন রঞ্জিত মল্লিকের সাথে ছবি দিয়েছিলেন তেমনি তার স্বামী নিসপাল সিং এর সঙ্গে ছবি দিয়েছিলেন কবিরের আর তার সাথে দিয়েছিলেন চমকপ্রদ ক্যাপশন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন,“Wishing the most adorable dads a very happy fathers day and goes without saying all 365 days”

আরও পড়ুন: বিয়ের মন্ডপে বদলে গেল বর! অন্য কারো সাথে নয় লালনের সাথে হবে ফুলঝুরির বিয়ে! ভাইরাল ধারাবাহিকের নতুন প্রোমো!

সম্প্রতি ছোট্ট কবিরকে স্কুলে ভর্তি করালেন কোয়েল। ছোট্ট কবিরকে ভর্তি করার জন্য স্বামী সন্তানকে সাথে নিয়ে স্কুলে গিয়েছিলেন অভিনেত্রী। ছেলেকে ভর্তি করিয়ে তিনি ভীষণ আনন্দিত হয়ে পড়েন। এরপর স্কুল থেকে বাড়িতে এসে তার স্বামী নিসপাল সিং এর সাথে কবিরের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন অভিনেত্রী। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই ছবি দিয়ে ক্যাপশন এ অভিনেত্রী লিখলেন, “ছেলেকে স্কুলে ভর্তি করালাম, আজ স্কুলের ফাস্ট ডে ছিলো। আমি ভীষণ এক্সাইটেড। সবাই ওর জন্য প্রার্থনা করবেন।”

Related Articles

Back to top button