বিনোদন

মাধুরী দীক্ষিত হতে চাওয়া কনীনিকা তার জন্মদিনের পার্টিতে যে কান্ড ঘটালেন তা দেখে গালে হাত পড়েছে দর্শকদের!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘আয় তবে সহচরী’ সকলেরই খুব পছন্দের। মধ্যবয়সী এক মহিলার জীবনের গল্প নিয়ে এই ধারাবাহিক। এই ধারাবাহিক এমন একটি মেয়ের গল্প বলে যে তার উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে পারেনি বিয়ে ঠিক হয়ে যাওয়ার কারণে, পরবর্তীতে সে সংসার সামলেও কলেজে ভর্তি হয় এবং পড়াশোনা করে। ধারাবাহিকে এই মূল চরিত্রটি করছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘উচ্চশিক্ষিত বেকার’ খারাপ বলে ছেড়েছে প্রেমিকা! খারাপ চা করেই আজ তাই দেশখ্যাত শুভেন্দু!

বড়পর্দার ‘আবার আসবো ফিরে’ সিনেমা থেকে শুরু করে ছোটপর্দার ‘অন্দরমহল’ সবেতেই ছক্কা হাঁকিয়েছেন অভিনেত্রী। তার অভিনয় দক্ষতায় মুগ্ধ হয়ে যান দর্শক, সম্প্রতি ৪১ বছর পূর্ণ হয়ে ৪২ এ পা দিলেন কনীনিকা। তার জন্মদিনে প্রচুর মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তার লক্ষ লক্ষ অনুগামীরা তাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছবি ছাড়েন অভিনেত্রী, যা দেখে মুগ্ধ হয়ে যান তার অনুরাগীরা।

মাঝেমধ্যে পোস্ট করা তার ছবি ভিডিও গুলিতে কনীনিকার পাশাপাশি তার মেয়ে কিয়ার‌ও দর্শন মেলে। কিছুদিন আগে অভিনেত্রীকে একটি ভিডিও শেয়ার করতে দেখা গিয়েছিল যেখানে দেখা যাচ্ছিল সুইমিংপুলে আনন্দ করছেন অভিনেত্রী। তবে অভিনেত্রী একা নয় সেখানে তার মেয়েও ছিলো। মেয়েকে নিয়ে সুইমিং পুলের জলে অভিনেত্রী কখনো খেলছেন, কখনো বা মেয়েকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছেন। এছাড়াও ভিডিওতে অভিনেত্রীর পাশে আরও অনেককে দেখা গিয়েছিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর স্বাভাবিকভাবেই অনুরাগীরা উচ্ছ্বসিত হয়ে পড়েন।

আরও পড়ুন: অভিনয়, রিয়েলিটি শো ছাড়া মিঠুন চক্রবর্তীর বিপুল আয়ের পিছনে রয়েছে বিশেষ কারণ, যা জানলে অবাক হবেন আপনিও

কনীনিকার জন্মদিনের ভিডিও নিয়েও সেই একই রকমের উন্মাদনা চোখে পড়ল অভিনেত্রীর ভক্ত-অনুরাগীদের মধ্যে। জন্মদিনের সেলিব্রেশনের সেই ছবিতে দেখা গেল কেক কাটছেন অভিনেত্রী। একই সাথে শ্যাম্পেনের বোতল খুলে চলছে সেলেব্রেশন! সব থেকে আশ্চর্যজনক ব্যাপার হলো ভিডিও দেখে অভিনেত্রীকে বোঝাই যায় না যে তার চল্লিশোর্ধ বয়স, দেখে মনে হয় অনায়াসেই বর্তমানের যে কোন অভিনেত্রীকে টেক্কা দেবেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য বর্তমানে ধারাবাহিকে দেখা যাচ্ছে যে, সমরেশের প্রেমিকা দেবিনার সাথে সমরেশের বিয়ে বানচাল হয়ে গিয়েছে। দেবিনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে সমরেশের ভাই বুবাই ‌‌‌। সিঁদুর দানের মুহূর্তে সমরেশকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে দেবিনার সিঁথিতে সিঁদুর দিয়েছে সে এবং দেবিনাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি দেবিনার সন্তানকে পিতৃ পরিচয় দেওয়ার কথা বলে সে। এরপরই হিংস্র হয়ে ওঠে দেবিনা! সহচরী আর সমরেশকে কখনো এক হতে না দেওয়ার প্রতিজ্ঞা করে সে! এরপর কী হয় সেটাই দেখার অপেক্ষায় দর্শক!

Related Articles

Back to top button