বিনোদন

মালদ্বীপের নীল আকাশের নীচে বেগুনি বিকিনিতে কৌশানীকে দেখেই ঘুম হারায়িছেন প্রেমিক বনি

সারাবছর লাইট-ক্যামেরা-অ্যাকশন করতে করতে যখন হাঁপিয়ে যান তারকারা তখন কয়েকদিনের ছুটি নিয়ে ব্যাগ পত্র গুছিয়ে পাড়ি দেন অনেক দূরে। সেখানে হৈ-হুল্লোড় করেন, আনন্দ করেন, কয়েকটা দিন প্রকৃতির কোলে থেকে উপভোগ করে আবার ফিরে আসেন নিজের চেনা পরিচিত জীবনে। তারকাদের জন্য এ রকমই একটি জায়গা হল মালদ্বীপ। নিজেদের ব্যস্ত শুটিং শিডিউলের মাঝে টাইম পেলেই তারকারা পাড়ি দেন মালদ্বীপে।

আরও পড়ুন: টাটকা ফল সবজি চেনাতে ছোট্ট আদিদেবকে বাজারে নিয়ে যান মা সুদীপা! সেখানে পুঁচকে মাকে সাহায্য করে বাজার করতে!

প্রকৃতির কোলে কয়েকটা দিন কাটানোর সাথে সাথে সেখানে ফটোশুট ও চলে। বিয়ের পরে স্বামীকে নিয়ে তারকা জুটিদের মালদ্বীপে যাওয়ার নজিরও কম নয় ‌‌ এমনকি করোনার সময় ও তারকাদের মালদ্বীপে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। সম্প্রতি টলি অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়‌ও মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন। সেখানে গিয়ে ফটোশুট করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি আর ভিডিও পোস্ট করে চলেছেন অভিনেত্রী, একই সাথে ছবি ছেড়ে চলেছেন কৌশানির প্রেমিক বনি সেনগুপ্ত ও।

কিছুদিন আগেই অভিনেত্রী জন্মদিন সেলিব্রেট করলেন। মাকে হারানোর পর প্রথম এই জন্মদিন তার তাই হাজার আনন্দের মাঝখানেও মন খারাপ থাকে ঘিরে ধরেছিল। জন্মদিন উপলক্ষে বুদ্ধ পূর্ণিমার দিন প্রচুর মানুষকে খাইয়েছিলেন তিনি। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছিলেন “বুদ্ধ পূর্ণিমার শুভদিনে মানুষের পাশে দাঁড়িয়ে ‌ আমি আমার জন্মদিন উদযাপন শুরু করেছিলাম। 2000 মানুষকে ভোগ খাওয়ানো আর তাদের আশীর্বাদ নেওয়ার মধ্য দিয়েই আমার জন্মদিন শুরু হলো। আশা করি আমার মায়ের আমায় নিয়ে গর্ব অনুভব হবে।” জন্মদিনের দিন হালকা সাবেকি রঙের একটি পোশাক পরেছিলেন অভিনেত্রী আর একটি ছবিতে দেখা যাচ্ছিল ভগবানের উদ্দেশ্যে প্রণাম করছেন তিনি। আর এই ভাবেই তার জন্মদিনটিকে বিশেষ করে তুলেছিলেন তিনি। জন্মদিনের সেই পার্টিতে তারকাদের হাট নেমেছিল রীতিমতো। সেখানে বনির সাথে তিনি ফটোশুটে মেতে ওঠেন। এরপরই তিনি জানিয়ে দেন যে, তিনি আর বনি মিলে একটি প্রোডাকশন হাউজ লঞ্চ করছেন।

আরও পড়ুন: আবিরের প্রত্যাখানের পর জিতু হলেন অপরাজিত! কিন্তু কেন অপরাজিত ফিরিয়েছিলেন আবির?

তার‌ই মাঝখানে মালদ্বীপ ভ্রমণ এ চলে এসেছেন তারা। সেখানে গিয়ে একের পর এক হট ছবি আপলোড করছেন অভিনেত্রী। মালদ্বীপের নীল আকাশের নিচে বেগুনি রঙের বিকিনি পরে একটি ছবি ছেড়েছেন অভিনেত্রী যা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন বনি আর ঘুম উড়ে গিয়েছে তার ভক্ত-অনুরাগীদের। এত সুন্দর সেই ছবি যা দেখলে আর চোখ ফেরানো যায় না।প্রসঙ্গত উল্লেখ্য ‘পারব না আমি ছাড়তে তোকে’ ছবির মধ্য দিয়ে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন কৌশানী। তারপর একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

Related Articles

Back to top button