বিনোদন

“ওই যে কবীর বলে উঠল না ‘হ্যাপি বার্থডে মাম্মমা! আমার জন্মদিন হয়ে গেল”- ছেলের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে উচ্ছসিত কোয়েল!

মিতিন মাসি’ র জন্মদিন বলে কথা, অনুরাগীরা শুভেচ্ছা জানাবে না সে কি হয় নাকি? সবার পছন্দের অভিনেত্রী কোয়েল মল্লিক তাঁর জন্মদিন ছিল আজ অর্থাৎ বৃহস্পতিবার। সারা সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে অনুরাগীদের নানা শুভ কামনা এবং শুভেচ্ছা বার্তায়। টলিউডের ক্ষেত্রে কোয়েল মল্লিক বরাবর একটু অন্য ধরনের মানুষ যিনি সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এত বেশি আলোচনা করতেও পছন্দ করেন না। তবে অভিনয় দক্ষতায় অভিনেত্রী আজও একেবারে প্রথম সারির তালিকায় রয়েছেন। জন্মদিন উপলক্ষে অভিনেত্রী জানিয়েছেন, তিনি তাঁর জন্মদিন টা সবদিন পরিবারের সাথে কাটাতেই পছন্দ করে থাকেন।

আরও পড়ুন: অর্জুন নিজের মনের কথা জানালো তুবড়িকে, অর্জুনের মা সচক্ষে দেখলো সেই দৃশ্য! এবার কি হবে তাহলে?

সকালে অভিনেত্রী বাবা মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আসার পর জানিয়েছেন দুপুরের সময়টা শুধুমাত্র স্বামী রানের সাথেই কাটাতে চান। রাতে আবার অভিনেত্রীর মা বাবা সবাই আসার কারণে সবাই মিলে একসাথে মজা করে খাওয়া দাওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে জন্মদিনের দিনে যে একেবারে , নো ডায়েট সেকথা ঘোষণা করে দিয়েছেন অভিনেত্রী। কোয়েল মল্লিক বৃহস্পতিবার ৪০ এ পা দিয়েছেন। তবে এবারের জন্মদিন টা অভিনেত্রীর মতে সবথেকে স্পেশাল হয়ে উঠেছে তার পেছনে অবশ্য যথেষ্ট কারণ রয়েছে। কারণ অভিনেত্রীর এবারের জন্মদিনের শুভেচ্ছা এসেছে ছেলে কবীরের থেকে।

অভিনেত্রী জানিয়েছেন সকাল থেকে কবীর যখন জন্মদিন প্রসঙ্গ শুনেছিল তারপর থেকেই সে অনবরত নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যাচ্ছিল। ‘হ্যাপি বার্থডে কবীর’ বলেই যাচ্ছিল। তবে অভিনেত্রীর শ্বশুর মশাই নাতিকে শিখিয়েছেন, তার মায়ের জন্মদিন বলে। তারপরেই কবীর মা কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দিয়েছে, ‘হ্যাপি বার্থডে মাম্মমা! বলে। আর তাতেই অভিনেত্রী জানিয়েছেন তাঁর এবারের জন্মদিন সার্থক হয়ে গিয়েছে। ছেলের মুখে প্রথম বার জন্মদিনের শুভেচ্ছা পেয়েই তিনি আপ্লুত। লকডাউন চলাকালীন পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন কোয়েল মল্লিক। তারপরই দুর্গাপুজোর অষ্টমীর দিন ছেলের নাম শেয়ার করে নিয়েছিলেন অনুরাগীদের সাথে।

আরও পড়ুন: দেবকে ছেড়ে এবার দাদার সাথে নাচে মাতলেন রুক্মিণী! নাচে-গানে-আড্ডায় মঞ্চ মাতালেন দেব – রুক্মিণী জুটি

অভিনেত্রীর সিনেমা জগতে প্রবেশ ঘটেছিল ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে। শেষ ২০২১ সালে তাঁকে’ বনি ‘ ছবিতে দেখা গিয়েছিল। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত এইদিন অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া সবাই ভরিয়ে দিয়েছে অভিনেত্রীর প্রতি শুভ কামনায়।

Related Articles

Back to top button