বিনোদন

এবার ভাইজানের ভক্ত সংখ্যা নিয়ে বিদ্রুপে বিঁধলেন কেআরকে! ভাইরাল হলো সেই পোস্ট

একের পর এক দক্ষিণী ছবির দাপটে এখন বলিউডের কোণঠাসা অবস্থা। দক্ষিণী ছবির যেভাবে দর্শকের মন কেড়ে নিচ্ছে তাতে বেশ দুর্দশা চলছে বলি দুনিয়ায়। সেই নিয়ে চিন্তার ভাঁজ সবার কপালেই। তবে তাই বলে কি হেরে যাবেন বলি সুপারস্টাররা। টিনসেল তারকারা ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু তাতেও খুব একটা লাভ হচ্ছেনা। সেভাবে কোনো ছবির খবর নেই আগামীতে যে কারণে অবশেষে খান দের দর্শকদের কাছে পৌঁছনোর জন্য অন্য রাস্তা বেছে নিতে হচ্ছে। ভক্তদের কাছে আসার জন্য অবশেষে এই ইদ কেই বেছে নিলেন দুই খান। তবে সেক্ষেত্রে কোনো খামতি রাখতে কোনোভাবেই চাননা তাঁরা। ভক্তদের কাছে পৌঁছে যাওয়ার জন্য বেছে নিয়েছেন এই পন্থা।

আরও পড়ুন: ইদে দুই পাড়ার ডিজের শব্দে একেবারে কানে কম শোনার জোগাড় মীরের! করলেন অভিনব উপায়ে প্রতিবাদ

তবে এবার ভক্তদের সামনে আসার কারণে কটাক্ষের শিকার হতে হলো দুই খানকেই। আর সেই বিদ্রুপ কে করেছেন জানেন? তাঁকে এর আগেও বলিউডের নানা স্টারদের সাথে বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এবার তিনি ভাইজান অর্থাৎ সালমান খানকে একেবারে তোপ দেগেছেন। সালমান খানের ভক্ত সংখ্যা নিয়ে এবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে কেআরকে কে। ইদ মানেই সালমান খান এবং শাহরুখ খানের বাড়ির সামনে অধীর আগ্রহে একটিবার দেখার জন্য অপেক্ষা করে থাকেন সমস্ত অনুরাগীরা। প্রতি বছর এই দৃশ্য দেখা যায় বি টাউনে অভিনেতাদের বাড়ির সামনে। এবার সেই সালমান খানের বাড়ির সামনে জমায়েত হওয়া ভক্তদের সংখ্যা নিয়েই রীতিমতো প্রশ্ন তুলেছেন কেআরকে। তাঁর মতে, সত্যি কি এত বিপুল পরিমাণ ভক্ত রয়েছে সালমান খানের!

একের পর এক বিস্ফোরক দাবি তুলে এবার কেআরকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তিনি দাবি করেছেন, বাড়ির সামনে হাজির হওয়া এত বিপুল জনতাকে নাকি আসলে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তারা সালমানের ভক্তই নয়! তবে এই কথা শোনার পর অনেকেই অবাক হয়ে গিয়েছেন। তবে এবার প্রথমবার নয় এর আগেও ভাইজান কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।

আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন আর দেখা যাবে না! ‘একটা যুগের অবসান’, বলছে ফ্যানেরা

বিতর্কিত কেআরকে একাধিকবার বহু তারকাদের নানা প্রশ্নবাণে বিঁধে থাকেন। এবারে তাঁর টার্গেট ছিল সালমান খান। সালমান খানের ভক্তদের নিয়ে এইভাবে সন্দেহ প্রকাশ যে ভাইজানের ভক্তরা মোটেই ভালো চোখে দেখছেন না সেইকথা বোঝা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করার পর।

Related Articles

Back to top button