‘ইস্মার্ট জোড়ি’ -র মঞ্চে অসুস্থ থাকা সত্ত্বেও জোর করে নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে! প্রযোজক সংস্থার দিকে আঙুল তুললেন অভিষেকের স্ত্রী সংযুক্তা

প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর মৃত্যুর পর স্ত্রী সংযুক্তা একের পর এক বিস্ফোরক মন্তব্য নিয়ে সামনে আসছেন। গত ২৪ মার্চ অভিনেতার অকাল প্রয়াণ একেবারে একা করে দিয়েছে স্ত্রী সংযুক্তা ও মেয়ে ডলকে। সমস্ত ভক্ত, অনুরাগীদের কাঁদিয়ে গত হয়েছেন টলিউড ইন্ডাস্ট্রির কার্তিক ঠাকুর, অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। মাত্র ৫৭ বছর বয়সে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেতা। এবার স্বামীর অসুস্থতা ও মৃত্যু প্রসঙ্গে আরেক বিস্ফোরক মন্তব্য সামনে এনেছেন স্ত্রী সংযুক্তা। একটি রিয়েলিটি শো এর নির্মাতা দের দিকে সরাসরি আঙুল তুলে তিনি বলতে চেয়েছেন, অভিষেক অত্যন্ত অসুস্থ থাকা সত্ত্বেও তাঁকে খুব জোর করে শুটিং ফ্লোরে নিয়ে যাওয়া হয়েছিল যা একেবারে ঠিক কাজ হয়নি।
অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় হাজির হয়েছিলেন, স্বর্গীয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর শেষ ছবি, পঞ্চভূজ এর গান ও ছবির পোস্টার লঞ্চের কারণে সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, রিয়েলিটি শো, ইসমার্ট জোড়ি নিয়ে। এই শোতে স্ত্রী সংযুক্তা কে সাথে করে মঞ্চে হাজির হয়েছিলেন অভিনেতা যদিও একটি মাত্র এপিসোডে দুজনকে দেখা গেলেও তারপরের এপিসোড থেকে আর দেখা যায়নি। তারপরেই সব শেষ!
স্ত্রী সংযুক্তা এইদিন ছবির গানের লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত হয়ে নির্মাতাদের দিকে সরাসরি আঙুল তুলেছেন। তাঁর বক্তব্য, নীল পোশাকের এপিসোড তাদের শেষ শুটিং মোটেই ছিলনা। পরের দিন দুজন ছিলেন বর কনের সাজে। যেদিন মোটেই অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় কিছুতেই যেতে রাজি ছিলেন না। এমনকি স্ত্রী সংযুক্তাও অনুরোধ জানিয়েছিলেন, যাতে না নিয়ে যাওয়া হয়। জোর পূর্বক নিয়ে যাওয়া হয়েছিল অভিষেককে। যা নিয়ে আক্ষেপ প্রকাশ করে স্ত্রী সংযুক্তা বলেছেন, তাঁর নিজের সচেতন হওয়া উচিত ছিল, তিনি যদি সেদিন না যেতে দিতেন সেটাই ঠিক হতো। এই কথাগুলো বলতে গিয়ে তাঁর চোখ জলে ভিজেছে, তিনি দাবি করেছেন, ওইদিন তিনি বলেছিলেন, শুটিং হবেনা, তারপর ওঁরা জোর করে গাড়ি পাঠাতে তারপরের ব্যাপার তিনি বুঝতে পারেননি।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মুখ খুলেছেন, আগের দিন ধারাবাহিক খড়কুটোর সেট থেকেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। তারপর স্ত্রী সংযুক্তা তাঁকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ফুড পয়জিনিং এর ওষুধ দিলেও বাকি সব স্বাভাবিক ছিল। কিন্তু তারপরের দিন কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছিলেন না অভিনেতা। সেই কারণেই রিয়েলিটি শোতে গিয়ে তিনি জানিয়েছিলেন, শুটিং করতে পারবেন না। কিন্তু নির্মাতাদের পক্ষ থেকে কিছু শোনা হয়নি। জোর করে নিয়ে গিয়ে করানো হয়েছিল শুটিং। অভিষেকের মৃত্যু প্রসঙ্গে স্ত্রী সংযুক্তর এমন বিস্ফোরক মন্তব্যে তোলপাড় হয়ে গিয়েছে টলিপাড়া। ইস্মার্ট জোড়ি-র নির্মাতাদের দিকে আঙুল তোলার ঘটনায় বহু প্রশ্ন উঠে আসছে নানা মহল থেকে। প্রযোজনা সংস্থা গুলির বিরুদ্ধে একটাই প্রশ্ন উঠে আসছে নানা মহল থেকে। অভিনেতা অভিনেত্রী দের শরীর স্বাস্থ্যের দিকে অনেক বেশি করে সচেতন হওয়া কি বাঞ্ছনীয় নয়?
‘জোর করে শ্যুটিংয়ে আনা হয়েছিল অভিষেককে’, বিস্ফোরক অভিযোগ প্রয়াত অভিনেতার স্ত্রীর pic.twitter.com/3Y9kf2l573
— Hindustan Times Bangla (@HT_Bangla) April 10, 2022