বিনোদন

ফের প্রয়াত অভিনেতা অভিষেকের স্মৃতির অন্তরালে পাড়ি, পুরোনো ছবি ফেসবুক শেয়ার করে আবেগপ্রবণ পোস্ট সংযুক্তার!

সময়ের অতিক্রমে এগিয়ে চলে সবকিছুই শুধু থেকে যায় কিছু মিষ্টি স্মৃতি, যা কোনো কিছুতেই মুছে যায়না। সেই বার্তাই যেনো দিলেন প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় এর স্ত্রী সংযুক্তা। আবারো ফেসবুকের পেজে কিছু মুহূর্ত শেয়ারের মাধ্যমে আবেগপ্রবণ করে তুললেন নেটিজেনদের। দেখতে দেখতে অতিক্রান্ত বেশ অনেক গুলো দিন। মাত্র ৫৮ বছর বয়সে টলিউডের কার্তিক ঠাকুরের অকাল প্রয়াণ যেনো স্তব্ধ করে দিয়েছিল বাংলা সিনেমার জগতের সাথে জড়িত থাকা বহু মানুষকে। অভিনেতা চলে যাওয়ার পর থেকে বেশ কয়েকটি বিতর্কিত বিষয়ে অভিনেতার নাম জড়িয়েছে সেইসঙ্গে স্ত্রী সংযুক্তা একাধিক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমের সামনে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন: নববর্ষের প্রাক মুহূর্তে বাংলা অভিনয়ের জগতে ইন্দ্রানী হালদারের নাম প্রকাশিত হলো ভারতীয় ডাকটিকিট বিভাগে! বিশেষ সম্মান প্রাপ্তিতে আপ্লুত অভিনেত্রী

ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হলেও, পরিবার তাদের প্রিয় মানুষটিকে হারিয়ে অনেক নিঃস্ব হয়ে গিয়েছে। পরিবার বলতে অভিষেকের স্ত্রী সংযুক্তা এবং একমাত্র আদরের মেয়ে ডল। স্ত্রী সংযুক্তা ফের কাজের জগতে ফিরেছেন। আগেই জানা গিয়েছিলো তিনি একটি ইউকে স্থিত ফিনটেক কোম্পানিতে ভালো পদে কর্মরত। কর্মক্ষেত্রে ফিরতে হয়েছে এই সপ্তাহেই। তবে তিনি অভিনেতার মৃত্যুর পর থেকে নিয়মিত অভিনেতার ফেসবুক পেজ থেকে অনুরাগীদের সাথে যোগাযোগ রেখেছিলেন, তাই বজায় রেখে চলেছেন এখনও।

একাধিকবার তিনি স্বামীকে নিয়ে আবেগপ্রবণ হয়েছেন, আবার তাঁর স্বামীকে নিয়ে মিথ্যে প্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেও তাঁকে দেখা গিয়েছে। সম্প্রতি তিনি টেলিভিশনের এক অভিষেকের সহকর্মীর নাম না করে তাঁর করা মন্তব্যের পরিপেক্ষিতে তোপ দেগেছিলেন। সেই নিয়ে সেই অভিনেত্রীও পাল্টা জবাব দিয়েছিলেন। অনেক জলঘোলার পর এবার একেবারে পরিবারের সাথে প্রয়াত অভিনেতার কাটানো কিছু মিস্টি মুহূর্তের স্মৃতি তুলে ধরে স্মৃতির গলিতে ভেসে যেতে দেখা গেলো সংযুক্তা কে।

আরও পড়ুন: সারা মুখ ভর্তি রক্তের দাগে! পেছনে রয়েছে অশরীরীর হাত! নতুন কিসের ইঙ্গিত দিতে চাইছেন অভিনেত্রী?

বরাবরই অভিষেক জীবিত কালেও স্বীকার করেছেন এমনকি তাঁর স্ত্রী সংযুক্তাও সবার সামনে স্বীকার করেছেন একজন অভিনেতার বাইরেও তিনি নিজের পরিবারকে প্রাণের চেয়েও বেশি ভালবাসতেন, আগলে রাখতেন। তারই কিছু ঝলক এদিন শেয়ার করেছেন স্ত্রী সংযুক্তা। একটি ছবিতে দেখা গিয়েছে, একটি রেস্তোরায় দুজন মিলে খেতে গিয়েছেন সেখানেই বউয়ের কাঁধে মাথা রেখে অভিষেককে একদৃষ্টিতে স্ত্রী সংযুক্তার দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে। ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছেন স্ত্রী সংযুক্তা। যেখানে দুজনের ভালোবাসার এক অপূর্ব চিত্র ধরা পড়েছে। ছবির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা হলো চিরন্তন।

অভিনেতার একমাত্র কন্যা ডল যে তাঁর কাছে জীবনের থেকেও প্রীতি ছিল একথা সবার জানা। ওপর আর একটি ছবিতে মেয়ে ডলের সাথে বাবা অভিষেকের নাচের একটি দৃশ্য দেখা গিয়েছে। খোশমেজাজে মেয়ের সাথে নাচ করতে ব্যস্ত তিনি।সংযুক্তা বরাবর স্বীকার করেন , অভিনেতা সবসময় তাঁদের ঘিরে রয়েছেন, থাকবেন আজীবন। তিনি তাঁর ভক্তদের উদ্যেশ্যে তাই চেয়েছেন, তাঁরা যেনো বরাবর এগিয়ে যাওয়ার বার্তা দিয়ে পাশে থাকে তবেই তিনি সামনের দিন গুলোতে আরও এগিয়ে যেতে পারবেন।

Related Articles

Back to top button