পার্থর বিরুদ্ধে এবার মুখ খুললেন সতীর্থ মদন মিত্রও! বললেন বান্ধবীকে দুর্নীতির টাকা দিতে প্রস্তুত নই কারণ আমার কাছে তা নেই

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বর্তমানে সরবরাহ রয়েছে রাজ্য রাজনীতি থেকে সর্বত্র। রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রীর এসএসসি দুর্নীতি থেকে আরো নানাবিধ কারণে তাকে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের মন্ত্রিত্ব পদ এবং সমস্ত গুরুত্বপূর্ণ পদ থেকে বরখাস্ত করা হয়। এত সবকিছুর মধ্যে পার্থকে দোষ দিয়েছে শাসকদলের তারই সতীর্থরা। ফিরহাদ হাকিম, সৌগত রায়, বৈশাখী সকলেই দোষারোপ করছেন পার্থকেই। ইতিমধ্যেই এ বিষয়ে মুখ খুললেন মদন মিত্র।
বর্তমান মুখ্যমন্ত্রীর কথায় “রঙিন ছেলে” মদন মিত্র মুখ খুললেন পার্থর বিরুদ্ধে। বললেন পার্থ সঙ্গে প্রতিযোগিতায় নাম আমার পক্ষে সম্ভব নয়। তার মতে, পার্থর পারফরমেন্সের ধারে কাছেও নেই তিনি। পার্থর সামনে তিনি চুনোপুঁটি বলেই দাবি করছেন। তার কথায় রাতের অন্ধকারে তিনি ঘুরে বেড়ান না, তাই সে সময় কোথায় কি হচ্ছে তা তার পক্ষে জানা সম্ভব নয়। এছাড়াও তিনি আরো বলেন যে কোন বান্ধবীকে দুর্নীতির টাকা দিতে তিনি রাজি নন কারণ তার কাছে তা নেই।
প্রসঙ্গত শুধু মদন মিত্র নন পার্থের বিরুদ্ধে মুখ খুলেছেন তার সতীর্থ ফিরাদ হাকিম, সৌগত রায় এবং বৈশাখী। ফিরাদ হাকিম এবং সৌগত রায় তো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে পার্থই দোষী। তিনি কোন ষড়যন্ত্রের শিকার নন। এছাড়াও বৈশাখী দাবি করেছেন, এই পার্থদা তার কাছে অচেনা। আবার সম্প্রতি মদন মিত্র স্পষ্ট করে দিয়েছেন তার বক্তব্য। যদিও তিনি এও জানিয়েছিলেন যে অর্পিতাকে তিনি আগে থেকে চিনতেন। এমনকি অর্পিতার মা মিনতি দেবীকেও তিনি চিনতেন। তবে তিনি এও জানিয়েছেন অর্পিতা কখনোই নিজের কোন সমস্যার কথা মদন মিত্র কে বলেননি।
View this post on Instagram
উল্লেখ্য এতসব ঘটনার মাঝেও সোশ্যাল মিডিয়াতে বেশ ছয়লাব হয়ে আছে মদন মিত্র। কামারহাটিতে মদন মিত্র বিধায়ক এবং তার এলাকায় কাউন্সিলর অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। সম্প্রতি শ্রীতমা রান্নাঘরে মদন মিত্র কে জড়িয়ে ধরে ছবি তোলেন আর তারপর থেকেই শুরু হয় তাদের নিয়ে জল্পনা। তবে এই সমালোচনার বিরুদ্ধে মুখ খুলে ছিলেন অভিনেত্রী। এছাড়া অভিনেত্রী তিয়াশা লেপচার সাথেও সম্পর্ক আছে এই ধারণা থেকেই সোশ্যাল মিডিয়াতে ও প্রশ্ন উঠছে। এমনকি ইতিহাসের স্বামী সুবান এর সাথে তার সম্পর্ক বিচ্ছেদের কারণ হিসেবেও এই ঘটনাটিকেই ধরা হচ্ছে। সম্প্রতি মদন মিত্র আবার এও বলেন যে তিনি ডিনার ডেটে যাচ্ছেন তাদের বিদেশি বান্ধবীর সাথে। সত্যিই বড্ডো “রঙিন ছেলে” মদন মিত্র।