কালো শাড়ি, উন্মুক্ত পিঠ আর আঁচলের ফাঁক থেকে উঁকি মারছে ক্লিভেজ, সোশ্যাল মিডিয়ার ফ্যাশন সেন্সেশন মধুমিতা যেন এক লাস্যময়ী নারী!

মধুমিতা সরকার এই নামটি হয়তো যথেষ্ট তাঁর মুখটা মনে করার জন্য। বর্তমানে তিনি টলিউডের বেশ পরিচিত একটি নাম। মূলত অভিনেত্রী টলিউডের পর্থাপন করেন ছোট পর্দায় ধারাবাহিকের হাত ধরে। খুব অল্প সময়ের মধ্যেই মন কেড়ে নেন দর্শকের। অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও বেশ একটিভ। মাঝেমধ্যে তিনি নানা ধরনের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলেন।
তেমনই আবারো কিছু ফটো শুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। কালো শাড়ি, কালো ব্লাউসে যেন একেবারে রূপে অপসরা অভিনেত্রী। গায়ে শুধুই ওই ট্রান্সপারেন্স শাড়ি আর ব্লাউজ। নেই ভারী কোন গয়না। গলায় গোল্ডেন কালারের নেকলেস, কানে সেই মতো কানের দুল আর ডান হাতে একটি তার সাথে ম্যাচ করে ব্রেসলেট। আর আজকাল তো ট্রেনে এসে গেছে, একদম নিউড মেকাপের। তেমনই হালকা মেকাপে গ্রুপের ছটা যেন আগুন ধরাচ্ছে পুরুষ হৃদয়ে। এর থেকে বেশি জানো আর কিছু প্রয়োজনই পড়বে না অভিনেত্রীর। সাজগোজের সাথে সাথে বিভিন্ন দেহ ভঙ্গিমায় ছবি তুলেছেন অভিনেত্রী।
পোস্টটি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, “আ ইভিনিং টু রিমেম্বার”। অভিনেত্রীর বস্ত্র সজ্জার দায়িত্বে ছিলেন সায়ন্তী ঘোষ, সৌম্য সিংহ, মেঘা বাল্মিকী এবং সন্দীপ জাসওয়াল। মানতেই হবে, ছবিতে একেবারে অনবদ্য দেখাচ্ছে অভিনেত্রীকে। ছবি পোস্ট করেছেন একদিনও হয়নি তাতেই ৮৯ হাজারের বেশি মানুষ পোস্টটি পছন্দ করেছেন। ভালোবাসায় ভরিয়েছেন কমেন্টে। একজন লিখেছেন, “তুমি এক কাজ কর, আমায় মেরে ফেল”, আরেকজন লেখেন, “কালো পাখি”।
প্রসঙ্গত বলে রাখি প্রথম ধারাবাহিকের হাত ধরেই টেলিভিশন জগতে পদার্পণ করেন অভিনেত্রী। আর সেখানে পাখি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে টেলিভিশনের পাশাপাশি কাজ করছেন বড় পর্দাতেও। সম্প্রতি মুক্তি পেয়েছে মধুমিতা সরকার অভিনীত “কুলের আচার”। যদিও সাফল্য অর্জন করতে পারেনি সিনেমাটি। বড় পর্দার পাশাপাশি অভিনয় করছেন বেশ কিছু ওটিটি কনটেন্টে। শ্রীকান্ত ও উত্তরণ এর মতো ওয়েব সিরিজে রয়েছেন অভিনেত্রী। আবার বাংলা ছাড়িয়ে পা রেখেছেন দক্ষিণ ভারতে। দক্ষিণের সিনেমা তো দেখা যেতে চলেছে মধুমিতাকে।
View this post on Instagram