বিনোদন

গত কয়েক বছর ধরে ডেট করার পর এবার কি বিয়ের পিঁড়িতে? অর্জুন-মালাইকা থেকে তেমনই ইঙ্গিত

বেশ কয়েক বছর ধরে একসাথে রয়েছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। তবে দুজনের সম্পর্ক নিয়ে বহুবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের জল্পনা শুরু হয়েছে কিন্তু জুটি প্রত্যেকবারই সমস্ত জল্পনা ভেস্তে দিয়ে জানিয়েছেন, তাঁরা দুজনে দুজনের সাথে খুব ভালো রয়েছেন এমনকি এই মুহূর্তে তাঁরা বিয়ের জন্য প্রস্তুতি মোটেই নিচ্ছেন না। কিন্তু এবার যে খবর সামনে এসেছে সেখানে যেনো মালাইকা নিজেই ইঙ্গিত দিয়েছেন দুজনের বিয়ের। সামনে এলো এক সাক্ষাৎকার যেখানে এই জুটি যেনো বিয়ের পরিকল্পনা করছেন খুব তাড়াতাড়ি এমন ইঙ্গিত বেশ স্পষ্ট।

আরও পড়ুন: উত্তাল হয়ে উঠেছে নর্থ – ইস্ট! আয়ুষ্মানের সাথে এক অন্য ভারতের গল্প খুব শিগগির আসতে চলেছে পর্দায়

এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে মালাইকা অরোরার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল যেখানে অর্জুন কাপুরের সাথে তাঁর সম্পর্কের সমীকরণ নিয়ে একেবারে খোলাখুলি মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি স্পষ্ট ভাবে জানিয়েছেন তাঁদের সম্পর্কের বর্তমান পরিস্থিতি ঠিক কি। সেইসঙ্গে প্রকাশ্যে আরও কয়েকটা বিষয় সামনে এনেছেন অভিনেত্রী, যার মধ্যে রয়েছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা জানি যে আমরা আমাদের ভবিষ্যত একসঙ্গে চাই।’ মালাইকা আরও স্পষ্ট করেছেন যে, তাঁরা দুজনেই সম্পর্কের দিকে ঠিক কোন্ জায়গায় রয়েছেন খুব ভালো ভাবেই জানেন। আর সেই দিক দিয়ে দুজনের মধ্যে একেবারে সাদৃশ্য রয়েছে। পরবর্তীতে দুজনে সম্পর্ক নিয়ে ঠিক কি সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে দুজনেই খুব একই রকম চিন্তা ও ধারণা যুক্ত বলেই স্পষ্ট জানিয়েছেন।

মালাইকা অরোরা নিজেদের সম্পর্ক নিয়ে আরও জানিয়েছেন, আমরা একটি পরিণত পর্যায়ে আছি যেখানে আমাদের এখনও একে অপরের সম্পর্কে অনেক কিছু জানতে হবে। তবে আমরা অবশ্যই ভবিষ্যতে একসঙ্গে দেখতে চাই। আমরা এখান থেকে এই সম্পর্ক কোথায় এগিয়ে নিয়ে যেতে পারি সেই বিষয়টা দেখতে চাই। তবে তিনি আরও জানিয়েছেন, দুজনের মধ্যে মজা ঠাট্টা হলেও দুজনেই সম্পর্কের বিষয়ে অত্যন্ত পরিষ্কার।

আরও পড়ুন: হাতির কাছে মশা! ক্যান্সারের সাথে লড়াই করে কোভিডকে তুচ্ছ লাগতো ঐন্দ্রিলার!

মালাইকা সম্পর্ক নিয়ে আরও জানিয়েছেন, সম্পর্ক সম্বন্ধে নিজেকে প্রত্যেকের নিরাপদ এবং ইতিবাচক অনুভব করটাই আসল ব্যাপার। যেখানে তিনি নিজে অর্জুনের থেকে নিরাপত্তা অনুভব করেন বলেই জানিয়েছেন। সম্পর্কের দিক থেকে তিনি সবসময় স্বীকার করেন অর্জুন তাঁর একমাত্র । তাই তিনি শেষ বয়স পর্যন্ত একমাত্র অর্জুনের সাথেই বুড়ি হতে চান বলেই জানিয়েছেন স্পষ্টভাবে।

Related Articles

Back to top button