মুখ্যমন্ত্রীকে আগে ভালো লাগতো সোহম নুসরতের পুরস্কার পাওয়ার পর এখন আর ভালো লাগবে বলে মনে হয় না: মানসী সিনহা

কিছুদিন আগে রাজ্য সরকারের তরফ থেকে বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানুষকে বঙ্গ সম্মান পুরস্কার দেওয়া হয়েছে। এই বঙ্গ সম্মান দেওয়া নিয়ে যদিও এক অংশের মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য একমাত্র শাসকদলের ঘনিষ্ঠ মানুষকেই এই সম্মান দেওয়া হয়েছে। এই বঙ্গ সম্মান উপহার দেওয়ার ক্ষেত্রে তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরাত জাহান কে মহানায়িকা সম্মান প্রদান এবং তৃণমূলের আরেক সদস্য তথা টলিউডের অভিনেতা সোহম চক্রবর্তীকে মহানায়ক সম্মানে সম্মানিত করা নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি বাংলা টলিউড ইন্ডাস্ট্রির আরো একজন ব্যক্তিত্ব এই বিষয়ে মুখ খুললেন। টলিউডের মানসী সিনহা কে এই বিষয় নিয়ে মুখ খুলতে দেখা গেল।
বর্তমানে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ধারাবাহিকে ছোট ঠাম্মির ভূমিকায় অভিনয় করছেন মানসী সিনহা। একটি সাক্ষাৎকারে তাকে একবার প্রশ্ন করা হয়েছে বঙ্গ সম্মানের বিষয় নিয়ে, তখন মানসী বলেন,“এটাকে আমি এখন পুরস্কারের মঞ্চ হিসেবে মনে করি না। যেখানে অনেক তাবড় তাবড় অভিনেতা থাকা সত্ত্বেও নুসরত আর সোহম (আমি নাম নিয়েই বললাম, ওরা আমার অনেক প্রিয়। ভালো অভিনয় করে দুজন।) মহানায়ক পুরস্কার পান, তখন সেই মঞ্চের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়। কেন কী জন্য পুরস্কার।”
একই সাথে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নিন্দা করে মানসী বলেন,“ আমাদের রাজ্যে এখন রাজনীতি বলে কিছু নেই এখন স্বার্থনীতি। আমাদের মুখ্যমন্ত্রীর ব্যাপারে আমার এতদিন কোন বিক্ষোভ ছিলো না। বড় দিদির মত ভাল লাগে কথা বলতে, লাগতই বলা যায়। এখন আর ভালো লাগবে বলে মনে হয় না।” অভিনয়ের পাশাপাশি সদ্য পরিচালনার শুরু করেছেন মানসী। ‘এটা আমাদের গল্প’ নামের একটি সিনেমা খুব শীঘ্রই তিনি নিয়ে আসবেন আমাদের সামনে।