কিংবদন্তী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের স্মৃতিতে পুরস্কারের সূচনা! দেশে প্রথমবার পেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে

সম্প্রতি কালজয়ী সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণ ঘটেছে। সারা দেশকে কাঁদিয়ে তিনি চলে গিয়েছেন না ফেরার দেশে। এবার সঙ্গীত শিল্পীর স্মৃতির উদ্যেশ্যে চালু হলো এক নয়া পুরস্কার। যে পুরস্কারের যোগ্য ব্যক্তি হিসেবে ধরা হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে। আগামী ২৪ এপ্রিল এক বিশেষ অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে বার্ষিক মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার পেতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে মুম্বইয়ের সম্মুখানন্দ হলে। অনুষ্ঠানের দিন পুরস্কার নিতে হাজির হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সুরসম্রাজ্ঞীর চলে যাওয়াটা সারা দেশকে কাঁদিয়ে দিয়েছিল। সম্পূর্ণ সঙ্গীত জগত যেনো এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল কিংবদন্তি সঙ্গীত শিল্পীর প্রয়ানে। চলতি বছরেই সঙ্গীত জগৎ হারিয়েছে তাঁদের কালজয়ী সঙ্গীত শিল্পী যাঁর সুরের মূর্ছনা তে জাদুর ছোঁয়া ছিল । একসাথে করোনা এবং একইসাথে নিউমোনিয়ার আক্রমণ সামলে উঠতে পারেননি লতা মঙ্গেশকর। করোনার প্রকোপ থেকে কিছুটা সুস্থ হওয়ার পরেও ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। আর হাসপাতালে ভর্তি থাকাকালীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এইভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারেননি সারা দেশবাসী। সংগীতশিল্পীকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করতে মুম্বাইয়ে পারলৌকিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
পুরস্কার বিতরণ সম্পর্কে বলতে গিয়ে, মাস্টার দীননাথ মঙ্গেশকর স্মৃতি প্রতিষ্ঠান চ্যারিটেবল ট্রাস্ট একটি বিশেষ বিবৃতির মাধ্যমে বিশদে জানিয়েছেন ইতিমধ্যেই। তাঁরা এই পুরস্কার প্রত্যেক বছর এমন একজন ব্যক্তিত্বকে দিতে চেয়েছেন, যিনি দেশের , দেশের মানুষের সমাজের জন্য এক অন্য ধারায় উন্নতি সাধন, সেইসাথে নজর সৃষ্টি করেছেন। প্রতি বছর এমন নজির সৃষ্টিকারী একজন ব্যক্তিত্বের হাতে তুলে দেবেন তাঁরা এই পুরস্কার।
আরও পড়ুন: এবার কি তবে রাজনীতির জগতে উত্তম কুমারের নাতবউ দেবলীনা কুমারকে দেখা যাবে? কি জানালেন তিনি
ট্রাস্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেশ তথা সমাজের উন্নতিকল্পে নিঃস্বার্থ ভাবে সেবা করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই চলতি বছরের পুরস্কার পেতে চলেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পর্কে তাঁরা বলেছেন, উনি একজন আদর্শ নেতা যিনি দেশকে সঠিক দিকে নিয়ে যেতে পারেন। যাঁর অনুপ্রেরণায় দেশ, ধীরে ধীরে এতো বিপুল উন্নতি লাভ করছে। অন্যদিকে শিল্পীকে শ্রদ্ধা জ্ঞাপন করতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় একটি চকের নাম দেওয়া হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। যুগের পর যুগ ধরে যিনি সঙ্গীত জগৎকে এক নতুন দিশা দেখিয়েছেন, সুরের জাদুতে মুগ্ধ করেছেন আপামর জনসাধারণকে।