বিনোদন

“ইন্ডাস্ট্রির কেউ ফোন করে আমাকে যাওয়ার কথা বলেননি”- আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে এবার কার দিকে নিশানা করে বিস্ফোরক হলেন মিমি?

টলিপাড়ার একেবারে সামনের সারির একজন অভিনেত্রী হলেন মিমি চক্রবর্তী। বরাবর অভিনেত্রীকে বেশ খোশমেজাজেই দেখা যায়। কিন্তু তিনি হঠাৎ এত রেগে গেলেন কেনো? কার দিকেই নিশানা করলেন তিনি? সম্প্রতি শেষ হয়েছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যেখানে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত হয়েছিলেন, কিন্তু অনুপস্থিত ছিলেন অভিনেত্রী মিমি। কারণ কি? সেই নিয়েই এবার একহাত নিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনেতা তথা সাংসদ মিমি সদ্য সমাপ্ত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েই এবার তাঁর জমে থাকা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন: পুরস্কার বিতরণীর মঞ্চে বি টাউনের অভিনেতা অভিনেত্রীদের জয়জয়কার! Jai bhim পেলো সেরা ছবির তকমা।

অভিনেত্রীর মূল অভিযোগ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁকে যাওয়ার জন্য টলিপাড়া থেকে কেউ ফোন করে ডাকেননি একবারের জন্যেও যে কারণে তিনি যাননি। একেবারে সরাসরি উৎসবের দায়িত্বে থাকা ব্যক্তিদের নিশানা করেছেন অভিনেত্রী। তাঁর দাবি, কর্মকাণ্ডের দায়িত্বে যাঁরা ছিলেন , তাঁরা কেউই ঠিক ভাবে তাঁদের দায়িত্ব পালন করেননি। সংবাদমাধ্যমের সামনে এই সম্পর্কে অভিনেত্রী স্পষ্ট জানিয়েছেন, তাঁর লেটার বক্সে একটি লেটার গিয়ে পৌঁছলেও ইন্ডাস্ট্রির তরফে তাঁকে কেউ ফোন করেও একটিবার ডাকেনি। এমনকি তিনি জানেনও না যে কোন দিন কোন ইভেন্ট ছিল এবং প্রেস কনফারেন্স কবে নাগাদ হয়েছিল।

অভিনেত্রীর আরও দাবি, তাঁকে কেউ ডাকেননি তাই তিনি যাননি, কিন্তু আগে ডাকলে তিনি অবশ্যই যেতেন। অভিনেত্রী এই কথার সাথে আরও সংযোজন করেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টেনে এনে তিনি দাবি করেছেন, তাঁর একার পক্ষে সমস্ত একসাথে দেখা সম্ভব নয় বলেই তিনি একজনের ওপর দায়িত্ব দিয়েছেন। দায়িত্ব পালনকারীরা একবারের জন্য ফোন তো দূরের কথা মেসেজও পর্যন্ত করেননি তাঁকে। তবে মিমি চক্রবর্তীর করা একের পর এক অভিযোগ কিন্তু বহু প্রশ্নের মুখোমুখি করেছে। অভিনেত্রী ঠিক কার দিকে সরাসরি বিঁধতে চেষ্টা করলেন?

আরও পড়ুন: এবার ভাইজানের ভক্ত সংখ্যা নিয়ে বিদ্রুপে বিঁধলেন কেআরকে! ভাইরাল হলো সেই পোস্ট

চলচ্চিত্র উৎসবে চেয়ারম্যান পদের দায়িত্বে রয়েছেন রাজ চক্রবর্তী। তবে কি অভিনেত্রীর সমস্ত অভিযোগ তাঁর বিরুদ্ধেই? উত্তর অজানা। এই বিষয়ে পরিচালক রাজ চক্রবর্তীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে , তিনি একেবারে মুখে কুলুপ এঁটেছেন। এই সম্পর্কে কোনো মন্তব্য করতে চাননি। কার্যত অভিনেত্রীর করা এইরূপ মন্তব্য যেনো উসকে দিয়েছে কোনো পুরনো রাগকে।

Related Articles

Back to top button