বিনোদন

নুসরতের মা কালীর ভোগ রাঁধার পরেই মিমি দরগায় মাথা ঠেকিয়ে প্রার্থনা করলেন! নুসরতের অনুকরণেই কি এইকাজ করলেন মিমি?

স্টার জলসার ‘গানের ওপারে’ ধারাবাহিকের পুপে চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে সকলের মনে দাগ কেটে যান মিমি। ‘বাপি বাড়ি যা’ চলচ্চিত্রে তার অভিনয় দিয়ে বড় পর্দায় কাজ শুরু করেছিলেন তিনি। এই ছবিতে তার অভিনীত চরিত্রের নাম ছিল দোলা। এই ছবিতে মিমির অভিনয়‌‌ও প্রশংসিত হয়। এরপর ‘বোঝেনা সে বোঝেনা’ ছবিতে তার অনবদ্য অভিনয় দর্শকদের মন কেড়ে নেয়। পরবর্তীতে প্রলয়, শুধু তোমারই জন্য, যোদ্ধার মতো একাধিক ধারার ছবিতে অভিনয় করেছেন মিমি এবং প্রশংসা অর্জন করেছেন তিনি তবে তার অভিনীত ছোটপর্দার গানের ওপারের পুপে চরিত্রটি আজও চিরস্মরণীয় হয়ে রয়ে গেছে মানুষের মনে।

আরও পড়ুন: যে কোনো মূল্যে শ্রাবন্তীকে পেতে মরিয়া হাঁটুর বয়সী শান্ত খান! বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেতা কি তবে শ্রাবন্তীর প্রেমে পরলেন?

রুপোলি পর্দার সাথে সাথে মিমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। ২০১৯ সালে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি , বর্তমানে তিনি যাদবপুর লোকসভা কেন্দ্রের একজন সাংসদ। সম্প্রতি মিমি চক্রবর্তী হলদিবাড়ি হুজুর সাহেবের মাজার পরিদর্শন করলেন। সোমবার বিকেলে দরগায় যান মিমি। এইদিন মাজার পরিদর্শন করতে গিয়ে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। হলদিবাড়ি হুজুর মাজারে গিয়ে এই দিন প্রার্থনা করেছেন অভিনেত্রী। এরপর অভিনেত্রী তার দিদির মেয়ে ও তার মাকে নিয়ে পুরো মাজার চত্বর পরিদর্শন করেন।‌

এই দিন মিমি হলদিবাড়ি শহরের খুদিরামপল্লীর মামার বাড়িতে গিয়েছিলেন। সেখানে কিছুটা সময় কাটান তিনি। এরপর বিকেল পৌনে পাঁচটা নাগাদ জলপাইগুড়ি পান্ডা পাড়ার নিজের বাড়ির দিকে রওনা দেন। মাজারে যাওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন এর আগেও তিনি বহুবার এখানে এসেছিলেন। মিমির কথায়,“ অনেক আগে এখানে এসেছি। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, ফের এখানে আসার। তাই আজকে মামার বাড়ির সাথে সাথে হুজুর বাবার মাজারে প্রার্থনা করে গেলাম।” অভিনেত্রী আরো বলেন যে, “আমি তো জলপাইগুড়িতেই বড়ো হয়েছি। ছোটবেলায় বাবার দরগায় এসেছিলাম। বড় হয়ে কলকাতায় থাকার সুবাদে আসা হয়নি।”

আরও পড়ুন: গোপনেই বিয়ে সেরেছেন দেব রুক্মিণী! অবশেষে রুক্মিণীর দ্বারাই প্রকাশ পেল বিয়ের সেই ছবি, বিয়ে নিয়ে কী বলেন অভিনেতা দেব?

প্রসঙ্গত উল্লেখ্য এই দিন অভিনেত্রীর মাজারে মাথা ঠেকানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অনেকেই তার এককালের ঘনিষ্ঠ বান্ধবী নুসরতের সাথে তার মিল খুঁজে পেয়েছেন। কারণ তারকা সংসদ নুসরত জাহান‌ও কিছুদিন আগে একটি কালী মন্দিরে গিয়ে মা কালীর পুজোর ভোগ রান্না করেছিলেন, সিল্কের শাড়ি পড়ে বড় হাঁড়ি কড়াইয়ে রান্না করতে করতে তিনি আবার জনতাকে জিজ্ঞেস করছিলেন, সব ঠিক আছে কিনা? জনতারাও প্রবল উৎসাহে বলছিলো, হ্যাঁ সব ঠিক আছে।

সেই দিনের নুসরত জাহানের মা কালীর ভোগ রাঁধার মধ্যে যেমন সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছিলো, এই দিন মিমির দরগায় মাথা ঠেকানোর মধ্যেও সেই সম্প্রীতির বার্তাই ছড়িয়ে পড়ছে তাই দুই দৃশ্যের মধ্যে সাদৃশ্য খুঁজে পাচ্ছেন নেটিজেনরা।

Related Articles

Back to top button