এত বড়ো ষ্টার হয়েও নেই কোনো অহংকার মীরের! দামি গাড়ি ছেড়ে সাধারণ মানুষের মতো অটোয় ঘুরছেন মীর

মীর, মীর আফসার আলী। এই নামটি গণমাধ্যমের এক অতি পরিচিত নাম। বর্তমানের গণমাধ্যমের এক উল্লেখযোগ্য উজ্জ্বল নক্ষত্র। জনপ্রিয় এর শিল্পী গণমাধ্যমের অডিও এবং অডিও ভিজ্যুয়াল দুই মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এত ব্যস্ত সিডিউল এর মধ্যেও সোশ্যাল মিডিয়াতে বেশ একটিভ তিনি। বিভিন্ন সময় পোস্ট করে থাকেন বিভিন্ন ভিডিও। তারই মধ্যে একটি নতুন ভিডিও সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওতে দেখা যাচ্ছে মীর একটি জনবহুল রাস্তায় অটোতে করে চলেছেন। এবং সেই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, “অনেকদিন বাদে হেব্বি মজা হল…AUTO metically মুড ভালো হয়ে গেল”। তিনি আরো লিখেছেন, “লাভ ইউ শ্রীরামপুর”। আর এই ভিডিও পোস্ট করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল। এমনকি কমেন্ট সেকশনে তার অনুরাগীরা ভরিয়ে দিলেন ভালোবাসায়। এখন অনুরাগী তো এও বলেন যে দেখা না হওয়ার জন্য তিনি আফসোস প্রকাশ করছেন। এই পোস্ট নেট দুনিয়ায় রীতিমতো তার অনুরাগীদের মধ্যে চূড়ান্ত ভাইরাল হয়েছে। তা সেই পোষ্টের কমেন্ট সেকশন দেখলেই বোঝা যাবে।
এর আগেও মীর বিভিন্ন ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিছু ভিডিওর জন্য কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। উদাহরণস্বরূপ কিছুদিন আগেই তিনি একটি ভিডিও পোস্ট করেছিলেন যেখানে দেখা যাচ্ছিল তিনি একটি পাঞ্জাবী পরে রয়েছেন। তার নিচে কিছু নেই এবং তিনি খাটের মধ্যে অদ্ভুত ভঙ্গিতে নাচ করছেন। এই পোস্ট সোশ্যাল মিডিয়া শেয়ার করে অনেক কটাক্ষের শিকার হতে হয় তাকে। কিন্তু অনেকে আবার সেই পোস্ট মজার ছলে নিয়েই আনন্দ পেয়েছিলেন। কিন্তু সেই ভিডিও পোস্টে হয়েছিল একাধিক বিতর্ক।
প্রসঙ্গত মীর তার ক্যারিয়ারের সূত্রপাত করেন একজন রেডিও জকি হিসেবে। এরপরে তিনি নিউজ প্রেজেন্টার হিসেবেও বহুদিন কাজ করেছিলেন। এছাড়াও তিনি একজন কৌতুকশিল্পী, গায়ক, অভিনেতা এবং অ্যাংকর। প্রত্যেকটি পেশাতেই দক্ষ হাতে নিজের যাদুর ছোঁয়া দিয়েছেন তিনি। তার বিখ্যাত রিয়েলিটি শো হলো জি বাংলার মিরাক্কেল। এছাড়াও রেডিও থেকে সানডে সাসপেন্স এবং হাই কলকাতার শো এর মাধ্যমে তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয়তার শীর্ষে।
View this post on Instagram