বিনোদন

মানবতাই যে শ্রেষ্ঠ ধর্ম সেই বার্তাই দিলেন মীর আফসার আলির, ইদে সকল ধর্মের জন্য দুর্গামূর্তির সামনে দাঁড়িয়ে শুভেচ্ছা বার্তা!

আজ ইদ উপলক্ষ্যে আপামর মানুষকে এক সম্প্রীতির বার্তা পৌঁছে দিলেন মীর আফসার আলি। এই ভিডিওর মাধ্যমে এই বার্তা দিয়েছেন তিনি। তাঁর পরনে রয়েছে, সাদা কুর্তা-পাজামা, মাথায় ফেজ টুপি। অবাক করা বিষয় হলো, পেছনে রয়েছে দূর্গামূর্তি যাঁর সম্মুখে দাঁড়িয়ে তিনি ইদ উপলক্ষ্যে বার্তা দিয়েছেন। আবার ক্যাপশনে লিখেছেন, “ইদের নামাজে আজ সকল সম্প্রদায়ের জন্য দোয়া করলাম। আপনারা খুব ভাল থাকবেন।” আজ একই সাথে ইদ এবং অক্ষয় তৃতীয়া। মীর যেকারনে একই ভিডিওতে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়েছেন। তবে ভক্তরা তাঁকে পাল্টা শুভেচ্ছা জানাতে ভোলেননি কিন্তু কমেন্ট বক্সে।

আরও পড়ুন: টলিউডের থেকে বলিউড বেশি সম্মান দিচ্ছে! বিস্ফোরক দাবি করলেন টোটা রায়চৌধুরী

মীর আফসার আলি এর আগেও বহুবার তাঁর পোস্টের মাধ্যমে মানবতার বার্তা দিয়েছেন মানুষের কাছে। তিনি নিজে মন থেকে বিশ্বাস করেন জাত পাত সবকিছুর ওপরে মানুষ শ্রেষ্ঠ। দুর্গাপুজো বা দিওয়ালি কিংবা ইদ,ক্রিস্টমাস, তিনি শুভেচ্ছা জানান বন্ধু-বান্ধব, অনুরাগীদের। গতবছর গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ধ্বজাধারীদের কটাক্ষের শিকার হয়েছিলেন। এমনকী, রেডিও চ্যানেলের ভিডিওতে শিব সেজেও কটুক্তি, সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল সঞ্চালক-অভিনেতাকে। তবে কোনওদিনই সেসব বিষয়কে বিশেষ পাত্তা দেননি। বরং আজ, ইদের দিনেও সকল সম্প্রদায়ের মানুষের জন্য প্রার্থনা করেছেন। তাঁর কাছে সব ধর্ম সমান।

 

View this post on Instagram

 

A post shared by Mir Afsar Ali (@mirchimir13)

ঈদের দিন দুপুরে মায়ের হাতে রান্না করা বিরিয়ানির ছবি পোস্ট করেছেন মীর। প্রতিবার তাঁর আম্মি সমস্ত বন্ধু পরিজনদের জন্য রান্না করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সেই ছবি তিনি পোস্ট করে বেশ মজা করে লিখেছেন, “লোভে পাপ, পাপে বিরিয়ানি। ইদ মোবারক। আম্মিজনের হেঁশেল থেকে স্পেশাল বিরিয়ানি। মঙ্গলবার সকাল থেকে সারা নেট জুড়ে শুভেচ্ছা বার্তা এসেছে একের পর এক অনুরাগীদের থেকে।

আরও পড়ুন: ভিক্টোরিয়া ওকাম্পোর সাথে কবিগুরু রবীন্দ্রনাথের এক গভীর হৃদ্যতার কাহিনী অবলম্বনে পর্দায় আসতে চলেছে, ‘থিঙ্কিং অফ হিম’ ! ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে রবি ঠাকুরের চরিত্রে!

ইদ উৎসব মানেই সারাদিন ধরে খাওয়া দাওয়া, হৈ হুল্লোর এবং নতুন জামা কাপড়। তার মাঝেই এক অনন্য নজির গড়েছেন মীর আফসার আলী। বরাবর তিনি চেনা ছকের বাইরে হেঁটে এসেছেন। এবারেও তার ব্যতিক্রম হলোনা। এই জন্যেই তো তিনি তাঁর অনুরাগীদের কাছে খুব প্রিয়।একাধিক সময় একাধিক পোস্ট দিয়ে মন কেড়ে নেন তিনি সকলের। ঈদের দিনের এমন একটি পোস্ট মন ভালো করে দিয়েছে দর্শকদের।

Related Articles

Back to top button