ইদে দুই পাড়ার ডিজের শব্দে একেবারে কানে কম শোনার জোগাড় মীরের! করলেন অভিনব উপায়ে প্রতিবাদ

সবেতেই ব্যতিক্রমী তিনি। তাই বারবার প্রমাণ করে এসেছেন সোশ্যাল মিডিয়ায়। তবে তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু তারপরেই তিনি থেকেছেন একেবারে নির্বিকার। যাঁর কথা বলছি তিনি হলেন, সবার কাছে অত্যন্ত জনপ্রিয় সঞ্চালক ও অভিনেতা মীর। এবারও তিনি এক মজার ভঙ্গিমায় প্রতিবাদ করে বুঝিয়ে দিলেন, কাউকে সরাসরি বিদ্ধ না করেও প্রতিবাদ করা যায় ঠিক এই ভাষায়। একেবারে ব্যতিক্রমী ভাবে প্রতিবাদের ভাষাকে বেছে নিয়েছেন মীর। সেই ভিডিও নিজেই ফেসবুক প্রোফাইল থেকে পোস্ট করেছেন তিনি।
ঘটনাটা এরকম, মীরের বাড়ির সামনে খুব জোরে মাইক বাজানো হচ্ছে। দুই পাড়ার একসাথে মাইকের আওয়াজ শোনা যাচ্ছে খুব জোরে। দুই পাড়ার ডিজে র শব্দে একেবারে কেঁপে উঠছে সব জায়গা। এই ভিডিওটি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করে মীর জানিয়েছেন, একটা সারা দিন অর্থাৎ চব্বিশ ঘণ্টা যাবৎ এইভাবেই বেজে চলেছে জোর শব্দে। তিনদিন ধরে যদি ইদ উৎসব উদযাপনের কারণে এইভাবে বাজতে থাকে তাহলে তিনি দাবি করেছেন, তিনি কানে আর একেবারেই ভবিষ্যতে শুনতে পাবেন না। শব্দের জোরালো এতটাই বেশি যে তিনি ইতিমধ্যেই কানে কম শুনতে শুরু করেছেন।
ভিডিওটি ফেসবুক তিনি আপলোড করেছেন সাথে একটি অত্যন্ত মজার কথা লিখেছেন, ”না না না। ওদের কোনো দোষ নেই। ওরা শুধু একটা মজার গেম খেলছে! আসুন সবার জন্য নিবেদন করি এক অনবদ্য গেম শো যেখানে পাশাপাশি দুটো পাড়ার দুই ‘বিশ্বচ্যাম্পিয়ন ডিজে’ তাঁদের সঙ্গীত প্রতিভা জাহির করার চেষ্টা করছে। এই প্রতিযাগিতা শুরু হয়েছে চাঁদ রাত থেকে । এবং এটা গভীর রাতের কয়েক ঘন্টা বাদ দিয়ে বাকি প্রায় পুরো সময়টা জুড়ে চলছে। কেউ কাউকে এক রত্তি জমি ছাড়তে নারাজ। এবং পাড়ার কেউ কোনও প্রতিবাদ করছে না। এমন কি আমিও না। এই গেম শো জিতবে যে সে পাবে প্রথম পুরস্কার: ‘নিজে খেয়ে নিজে মরো’ মার্কা সেঁকো বিষ, দ্বিতীয় পুরস্কার: শোনার যন্ত্র, তৃতীয় পুরস্কার: শহরের সরকারি মনোরোগ হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা।”
আরও পড়ুন: ‘কফি উইথ করণ’-এর নতুন সিজন আর দেখা যাবে না! ‘একটা যুগের অবসান’, বলছে ফ্যানেরা
ঈদের দিন নিজে দুর্গা মূর্তির সামনে দাঁড়িয়ে ভক্তদের ঈদের শুভেচ্ছার সাথে সাথে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। তিনি বারবার সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রমাণ করেন মানবতা যে শ্রেষ্ঠ ধর্ম তার ওপরে কোনো কিছুই নেই। একাধিকবার কটাক্ষের শিকার হলেও তিনি প্রতিটি উৎসব অনুষ্ঠান ভক্তদের সাথে শেয়ার করে নেন।