‘মমতা একজন ভালো অভিনেত্রী, তবে আমার ভালো বন্ধুও বটে’! মুখ খুললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী

দীর্ঘদিন পর আবারও বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি অ্যামাজন প্রাইমের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার নতুন ওয়েব সিরিজ ‘বেস্ট সেলার’। যেখানে ইতিমধ্যেই দারুণ প্রশংসিত হয়েছেন তিনি তার অভিনয়ের দক্ষতার জন্য। এবার জানা গেছে টলিউড সুপারস্টার দেবের সঙ্গে ‘প্রজাপতি’ নামের একটি সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।
জানা গিয়েছে বাবা এবং ছেলের সম্পর্কের গল্প বলতে চলেছে এই সিনেমাটি। তবে সিনেমার গল্পের ব্যাপারে এখনই বিস্তারিত বলতে রাজি নন সিনেমার সঙ্গে জড়িত নির্মাতা এবং কলাকুশলীরা। জানা গিয়েছে এই সিনেমায় মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় নৃত্যশিল্পী মমতা শঙ্কর। প্রসঙ্গত এর আগে ‘মৃগয়া’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।
সে ব্যাপারে মুখ খুলে মিঠুন চক্রবর্তী জানিয়েছেন মমতা শঙ্কর তার অত্যন্ত ভালো বন্ধু এবং তিনি মনে করেন মমতা একজন অত্যন্ত শক্তিশালী অভিনেত্রী। পাশাপাশি অন্যান্য ইন্ডাস্ট্রির সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় নামতে গেলে নিজেদের একত্রিত হয়ে বাংলা সিনেমাকে গড়ে তুলতে হবে এমন মন্তব্য করতে দেখা গিয়েছে এই প্রবীণ অভিনেতাকে।
প্রসঙ্গত এই সিনেমায় মিঠুন চক্রবর্তী এবং দেবের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে ‘যমুনা ঢাকি’ ধারাবাহিক খ্যাত অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এদিন সিনেমাটি নিয়ে দারুণ আগ্রহ প্রকাশ করতে দেখা গিয়েছে বাংলা সিনেমা প্রেমীদের।