বিনোদন

পল্লবীর প্রেমিক সাগ্নিক কী করেন? কেন পল্লবীর রহস্যমৃত্যুতে জড়িয়ে যাচ্ছে তার নাম?

কখন কার জীবনে কোন পরিস্থিতি আসে তা কেউ জানে না? আজ যে আছে কাল সে নেই হয়ে যেতে পারে। এরকম ভাবেই হুট করে একদিন চলে গিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত, তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। একইরকমভাবে রহস্যজনক মৃত্যু হলো টেলিভিশন ইন্ড্রাস্ট্রির জনপ্রিয় মুখ পল্লবী দের। আমি সিরাজের বেগম ধারাবাহিকে লুৎফার চরিত্র অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন তিনি, এছাড়া কালার্স বাংলায় ‘মন মানে না’ ধারাবাহিকে অভিনয় করছিলেন, মাত্র ২৫ বছর বয়সে তার রহস্য মৃত্যুকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: ‘টাকাই সব হয়!’ তিনবার গর্ভপাত করানো প্রসঙ্গে জনতার প্রশ্নের উত্তরে বললেন সম্রাট ময়না!

রবিবার গড়ফার ফ্ল্যাটে অভিনেত্রী পল্লবীদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ফ্ল্যাটে অভিনেত্রী তার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সাথে থাকতেন। মাত্র কুড়ি একুশ দিন আগেই গড়ফার ঐ ফ্ল্যাটে ভাড়া নিয়ে একসাথে থাকতে শুরু করেন তারা। তবে তাদের লিভ ইন রিলেশনশিপ হলেও ফ্ল্যাটের সকল বাসিন্দারা জানতেন তারা স্বামী-স্ত্রী! অভিনেত্রীর রহস্য মৃত্যুর পর সন্দেহের তীর সরাসরি সাগ্নিকের দিকেই রেখেছেন পল্লবীর বাবা। সাগ্নিকের নামে অভিযোগ করে বলেছেন, নয় তার মেয়েকে খুন করা হয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by mistuu (@pallavidey153)

মৃত্যুর ২৪ ঘন্টা আগেও রোডসাইড স্টল থেকে মোমো এবং কটন ক্যন্ডি কিনে ছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সেই স্ট্যাটাস‌ও দেন। তারপর তারা আকস্মিক মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধতে শুরু করেছে। এই ঘটনায় পল্লবীর বন্ধু-বান্ধবীরা তাই মনে করছেন, সাগ্নিক প্ররোচনা দিয়েছিলেন পল্লবীকে! সেই কারণেই এই পরিণতি হলো। কী কারনে অভিনেত্রীর এই রহস্য মৃত্যু তা জানবার জন্য ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে পুলিশ।

আরও পড়ুন: বলিউডের পাঁচ তারকা যারা গডফাদার ছাড়াই অসম্ভব স্ট্রাগল করে নিজেদের জায়গা পাকা করেছেন বলিউডে

প্রেম নিয়ে কোনদিনই লুকোছাপা করেননি অভিনেত্রী। গত ৪ঠা মে ইনস্টাগ্রামে সাগ্নিকের সাথে শেষ ছবি দেন তিনি। সাগ্নিক ও আরো কিছু বন্ধুরা ছিলেন তার সাথে, সম্ভবত কোন পার্টির ছবি ছিল সেটি। গত ফেব্রুয়ারি মাসে নিজের জন্মদিন পালনের সময় প্রেমিকের সাথে যে ছবি তিনি দিয়েছিলেন সেখানেও বেশ হাসিখুশি লাগছিল তাকে। প্রেমিককে আদর করছিলেন তিনি আর গত ফেব্রুয়ারি মাসে একটি ছবিতে দেখা যাচ্ছিল, তার প্রেমিকের হাতে গয়নার একটি ছোট বাক্স আর তার দিকে হাসি মুখে হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফাইনালি’ দিয়েছেন লজ্জার চোখ ঢাকা ইমোজি‌ও। এই ছবি ঘিরে রহস্য দানা বাঁধছে তবে কি গোপনে বাগদান পর্ব সেরে ফেলেছেন তারা।

প্রেমিককে নিয়ে বিভিন্ন সময় ছবি দিলেও সাগ্নিক কী করতেন সে বিষয়ে সেভাবে কেউ জানে না। এই নিয়ে সাগ্নিকের মা সন্ধ্যা চক্রবর্তী জানান, সাগ্নিক অনলাইনে কাজ করতো। উল্লেখ্য, অভিনেত্রীর দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে সেই রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Related Articles

Back to top button