বিনোদন

বাবা ১৫০০ কোটি টাকার মালিক! মাদক মামলায় বেকসুর খালাস পেলেন ‘সুপুত্র’ আরিয়ান, আরিয়ানকে বেকসুর খালাস করে দিল NCB

কিং খানের মুখ পুড়ে ছিল তার ২৪ বছরের ছেলে আরিয়ান এর নাম মাদক কাণ্ডে জড়ানোর পর। ২৫ রাত জেলে কাটাতে হয়েছিল আরিয়ানকে এরপর রীতিমতো পায়ের ঘাম মাথায় ফেলে কিং খান ছেলেকে জেল থেকে ছাড়িয়ে আনেন। সম্প্রতি NCBর ঘোষণা অনুযায়ী, শাহরুখপুত্র কোন দোষ ই করেননি! বেকসুর খালাস পেয়ে গেলেন আরিয়ান। জয়ের হাসি হাসলেন খান পরিবার।

আরও পড়ুন: ‘হাতে কাঁচা টাকা পেতেই ফুর্তি শুরু, এই মেয়েগুলোর জন‍্য এতটুকু কষ্ট হয় না’! তিন অভিনেত্রীর মৃত্যুতে মুখ খুললেন রচনা ব্যানার্জি

২ রা অক্টোবর ২০২১ শনিবার রাতে মুম্বাই থেকে গোয়া অভিমুখে যাত্রাকারী প্রমোদ তরী থেকে আটক করা হয় আরিয়ানকে তার ঠিক একদিন পর অর্থাৎ রবিবার গ্রেপ্তার করা হয় তাকে। যদিও ঘটনায় কোন ড্রাগস বা মাদক পাওয়া যায়নি তার কাছে। তবু মাদক কান্ডে ধরা পড়েন শাহরুখ খানের পুত্র আরিয়ান। কিং খান এর পুত্র বলে কথা! এই ঘটনা প্রকাশ্যে আসতেই চারিদিকে শোরগোল পড়ে যায়! এক নয় টানা ২৫ দিন জেলে কাটানোর পর বহু কষ্ট করে একগুচ্ছ শর্তের বিনিময়ে জামিন করিয়ে শাহরুখ ছেলেকে ছাড়িয়ে আনেন। যদিও জেল থেকে ছাড়া পেলেও শাহরুখ পুত্র আরিয়ানের তদন্ত চলতেই থাকে।

সে রাতে আরিয়ান সহ মোট ১৯ জনকে সমীর ওয়াংখেড়ের নেতৃত্বাধীন NCBর দল গ্রেপ্তার করেছিল। আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে যে, কোন মাদকদ্রব্য না থাকা সত্ত্বেও কেন তাকে গ্রেফতার করা হলো? অনেকেই সেই সময় বলতে থাকেন, এ সবটাই রাজনীতির খেলা। কেউ কেউ বলে থাকেন যে, আরিয়ানকে রীতিমতো ফাঁসানো হয়েছে। কেউ আবার বলেন,NCB ঘুষ খেয়েছে। সেই সময় খান পরিবার এই বিষয়ে কোনো মন্তব্য না রাখলেও এই দিন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মাদক মামলায় বেকসুর খালাস করলেন শাহরুখপুত্র আরিয়ানকে। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি হয়েছেন কিং খানের অনুরাগীরা ও। আরিয়ান ও তার অতীতের অন্ধকার ভুলে নতুন করে জীবন শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে খুব শীঘ্রই বলিউডে পরিচালক হিসেবে কাজ শুরু করবেন তিনি।

আরও পড়ুন: ভালো অভিনেত্রীও সেকালে একের বেশি কাজ করেননি, আজ একটু অসুবিধা হলেই মরে যাচ্ছে! তিন অভিনেত্রী রহস্য মৃত্যুর কথা শুনে হতবাক লিলি চক্রবর্তী

প্রসঙ্গত উল্লেখ্য, এই ঘটনার প্রভাব থেকে নিজেকে সহজে মুক্ত করতে পারেননি শাহরুখপুত্র, মন্নতের বাইরে সেভাবে বের হতেন না তিনি। তবে চলতি বছরের শুরু থেকে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরে আসতে শুরু করেন তিনি। সুহানাকে সাথে নিয়ে আইপিএলের নিলামে গিয়েছিলেন তিনি। এর পর বেশ কয়েকবার মাঠে ও বলিউডের পার্টিতেও যোগ দিয়েছিলেন।

Related Articles

Back to top button