ছেলেকে নিয়ে শরীরচর্চায় ব্যস্ত মা নেহা ধুপিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি

রোডিজের বিচারকের আসনে বাকিদের সাথে যাঁকে বারবার দেখা গিয়েছে তিনি হলেন নেহা ধুপিয়া। বলিউডের জগতে বেশ জনপ্রিয় একটি মুখ নেহা। তবে তাঁর আরও আলাদা একটি বিশেষ দিকের প্রতি ঝোঁকের জন্য নাম রয়েছে, সেটি হলো শরীর চর্চা। বরাবর নেহা যথেষ্ট ফিটনেস ফ্রিক বলেই পরিচিত। তিনি দিন শুরু করে থাকেন ওয়ার্ক আউটের মাধ্যমে। ফিটনেস নিয়ে নেহা সবদিন ভীষণভাবে সচেতন। অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় নেহা বিশেষজ্ঞের পরামর্শ মতো নিয়মিত শরীর চর্চা করে গিয়েছেন। নেহা ধুপিয়া ম্যাটারনিটি লিভ না নিয়েই কাজ করে গিয়েছেন ওই সময় পর্যন্ত। তবে এতদিন একা একা ওয়ার্ক আউট করলেও এবার নেহা ওয়ার্ক আউট করার জন্য সাথে নতুন একজন পার্টনার পেয়েছেন। জানতে চান সেই পার্টনার কে, আসুন তবে খোলসা করে বলা যাক।
নেহা তার ইনস্টাগ্রামে সোমবার সকালে কয়েকটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গিয়েছে নেহার সাথে যোগা প্র্যাকটিস করছে তার ছেলে গুরিক। মায়ের সাথে সাথে ছোট খুদে যোগা করতে লেগে পড়েছে সেই ছবি মা শেয়ার করেছেন সমাজ মাধ্যমে। ছোট্ট গুরিকের পরনে ছিল সাদা রঙের পোশাক এবং নেহাকে দেখা গিয়েছে হলুদ রঙের ট্যাঙ্ক টপ ও তার সাথে কালো রঙের জেগিংস। দুজনেই যোগা ম্যাটের ওপরে যোগা করতে ব্যস্ত রয়েছেন। সোমবার ছবিগুলি শেয়ার করে নেহা লিখেছেন, সোমবারের মোটিভেশন। তবে খুদে গুরীকের এমন যোগা চর্চা দেখে বেশ মজা পেয়েছেন দর্শকরা। সেলিব্রিটিরা প্রায় সবাই কিছু না কিছু বলেছেন কমেন্ট বক্সে।
ক্যাটরিনা কাইফ হার্ট ইমোজি দিয়েছেন ছবি দেখে। আরও হার্ট ইমোজি দিয়েছেন অভিনেত্রী দিয়া মির্জা। অভিনেত্রী করিশ্মা কাপুর কমেন্ট বক্সে লিখেছেন, খুব মিষ্টি লাগছে দেখতে। এইভাবেই সবাই গুরিকের খুব প্রশংসা করে ফেলেছেন। এখনই নেহা গুরিকের নামে একটি ইন্সটাগ্রাম প্রোফাইল খুলে ফেলেছেন, এই ছবিতে আবার ছেলেকে ট্যাগ ও করেছেন তিনি। সাবা পতৌদি এই যোগা দেখে কমেন্ট করে লিখেছেন, মাসাল্লাহ এবং সেইসাথে তিনি অনেক ভালোবাসা জানিয়েছেন ।
নেহার বিয়ে হয়েছিল ২০১৮ সালে অঙ্গদ বেদীর সাথে। বিয়ের আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কারণে তাঁকে বহু কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল। তারপরেই পরিবারের সদস্যদের অনুরোধে বিয়ে করে নিয়েছিলেন অঙ্গদ ও নেহা। তাঁদের প্রথম একজন কন্যাসন্তান ২০১৮ সালে জন্ম নেয় , যার নাম দিয়েছিল মেহের। তারপর ২০২১ সালে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন এই জুটি। তারপরেই গুরিকের জন্ম হয়েছিল।