হাতে মদের গ্লাস, শর্ট স্কার্ট পরে সীতা মা দীপিকা! এই ছবি নিয়ে তুমুল সমালোচনার মুখে ছবি মুছলেন অভিনেত্রী!

রুপোলি পর্দায় যারা অভিনয় করেন তাদের নিয়ে দর্শকদের এমনিই কৌতুহলের শেষ থাকে না। তারা ব্যক্তিগত জীবনে কী করছেন না করছেন তা নিয়ে দর্শকদের সবসময় আগ্রহ থাকে আর অভিনীত সেই চরিত্রটি যদি আধ্যাত্মিক হয় তা হলে তো আর কথাই নেই, সেই চরিত্রটি কে যে ইমেজে দর্শক ভেবে নেন, তার বাইরে কিছু করতে গেলে সেই নায়ক অথবা নায়িকা তুমুল সমালোচিত হন। ঠিক এমনটাই ঘটলো জনপ্রিয় অভিনেত্রী দীপিকা চিখলিয়ার ক্ষেত্রে।
পর্দায় মা সীতার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, তার অনবদ্য অভিনয় দক্ষতা দর্শকদের মন ছুয়ে গিয়েছিলো। সীতা চরিত্রে তার অভিনয় এতটাই জীবন্ত হয়ে উঠেছিলো যে পর্দায় তার উপস্থিতি দেখলেই দর্শকরা প্রণাম করতে শুরু করে দিতেন। পর্দার সেই সীতাকেই সম্পূর্ণ আধুনিক অবতারে দেখতে পাওয়া গেল সম্প্রতি আর মা সীতাকে আধুনিক পোশাকে দেখে চটে গেলেন অনুরাগী ভক্তরা। তুমুল সমালোচিত হলেন এই অভিনেত্রী, সমালোচনার চোটে জেরবার হয়ে কার্যত বাধ্য হয়ে আধুনিক পোশাক পরিহিত তার পোস্টটি মুছে ও রেহাই পেলেন না তিনি।
‘শুন মেরি লায়লা’ ছবির হাত ধরে বলিউডে প্রবেশ করেন দীপিকা চিখলিয়া। পরবর্তীতে রাজেশ খান্নার সাথে তিনটি ছবি করলেও একটি ও সাফল্য লাভ করেনি। রামানন্দ সাগর পরিচালিত ‘রামায়ণ’ এ সীতা চরিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে দিয়েছিলো। ১৯৮৭ সাল থেকে ১৯৮৮ পর্যন্ত একবছর ধরে চলছিলো রামায়ণ। এই রামায়ণ দীর্ঘ লকডাউনের সময় পুনরায় আবার টেলিভিশনের পর্দায় দেখানো হয়।
করোনার সময় কিছু ছবি শেয়ার করেন অভিনেত্রী যেখানে দেখা যায় হাঁটুর ওপর ওঠা পোশাক পরেছেন অভিনেত্রী হাতে তার রঙীন গ্লাস, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরে তুমুল সমালোচিত হন দীপিকা। ভীষণভাবে তাকে ট্রোল করতে শুরু করেন মানুষজন, সীতা মায়ের এই অবতার নিয়ে নেটাগরিকরা চটে যান! অনেকে আবার বলেন, এই সমস্ত করে নিজের ভাবমূর্তি টাকে নষ্ট করছেন অভিনেত্রী! এই সময় বাধ্য হয়ে ছবিটি মুছে ফেলেন দীপিকা। ছবিটিতে দীপিকাকে দেখা গিয়েছিল সাদা শার্ট, কালো শর্ট স্কার্ট ও গলায় একটি টাই এবং সাদা স্নিকার্স পরে পোজ দিতে।
নিজের পোশাক সম্পর্কে অভিনেত্রী বলেছেন একটি থিম পার্টিতে গিয়ে ছিলেন বলেই এমন পোশাক পরেছেন তিনি। পরবর্তীতে একটি সংবাদমাধ্যমকে অভিনেত্রী বলেন, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। তিনি জানেন সকলে তাকে মা সীতা রূপেই দেখেন। অনুরাগীদের মনে আঘাত দিতে চাননি তিনি, তাই ছবি গুলো মুছে দিয়েছেন। তিনি এও বলেন যে তার হাতে ধরা ক্লাসে মদ ছিল না তিনি মদ্যপান করেন না।