‘সাংসদ তো নয় আইটেম গার্ল! কাজ নেই শুধু জনগণের টাকায় ফুটানি’, নুসরতের পোশাক নিয়ে ফের কটাক্ষ নেটাগরিকদের

বরাবর বিভিন্নভাবে ট্রোলড হতে হয়েছে সাংসদ তথা জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহানকে। কখনো তার প্রেমিকের জন্য তো কখনো তার ব্যক্তিগত জীবনের জন্য, প্রেগনেন্সি পিরিয়ডে কটাক্ষের শিকার হয়েছিলেন এই অভিনেত্রী। এমনকি টলিউডের অপর জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্তের সাথে তার সম্পর্ককে ঘিরেও তাকে কটাক্ষ শুনতে হয়েছে। সম্প্রতি তার পোশাকের জন্য তাকে কটাক্ষ শুনতে হলো।
সম্প্রতি তার একটি ভিডিও অনুরাগীদের সাথে শেয়ার করেন অভিনেত্রী। যেখানে দেখা যায় সাদা কালো টু পিস পরে শপিংমলে ঘুরছেন তিনি। ভিডিওটিতে তাকে খুবই সুন্দর এবং কিউট লাগছিলো। এক জায়গা থেকে আরেক জায়গায় তিনি ঘুরে ঘুরে জিনিস দেখছিলেন। খাওয়া-দাওয়ার সাথে সাথে ফুলের বোকে নিয়েও এই দিন পোজ দেন অভিনেত্রী আর এই ভিডিও ঘিরেই তাকে আবার কথা শুনতে হয়।
ভিডিওটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছিলেন, “সপ্তাহের শেষ মানেই খাবার, আনন্দ আর কেনাকাটা।” এই ভিডিওটি ঘিরে তাকে কথা শুনতে হয়। তার এই ভিডিওতে তার পোশাক দেখে একজন লিখেছেন, আমাদের দেশের আইটেম গার্ল সাংসদ। কেউ আবার লিখেছেন, সাংসদের টাকা মানেই তো জনগণের টাকা। সেই টাকাতেই শপিং করছেন নুসরত। কেউ আবার আরও একধাপ এগিয়ে লিখেছেন, কখনো তো বসিরহাটের জন্য কোন কাজ করতে দেখা গেল না, নামেই সাংসদ।
আরও পড়ুন: ‘টাকাই সব হয়!’ তিনবার গর্ভপাত করানো প্রসঙ্গে জনতার প্রশ্নের উত্তরে বললেন সম্রাট ময়না!
কেউ আবার তার অভিনয়জীবনকে সরাসরি কটাক্ষ করে লিখেছেন, ইন্ডাস্ট্রি তাকে আজ আর পাত্তাই দেয় না! নেটাগরিকদের মধ্যে কেউ আবার তার ব্যক্তিগত জীবনের দিকে কটাক্ষ করে লেখেন, নুসরতকে দেখে বোঝাই যায়না যে, তিনি এক সন্তানের মা। ঈশানে জন্মের পর থেকে এদিক ওদিক ঘুরে বেড়ান, কখনোই ছেলেকে সঙ্গে দেখা যায়না।
View this post on Instagram
কিছুদিন আগেও ঈদের দিন খোলামেলা পোশাক পরে ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য তাকে কটাক্ষ শুনতে হয়েছিলো। ঈদের শুভেচ্ছা বার্তা জানাতে গিয়ে তিনি যে ভিডিওটি পোস্ট করেন সেখানে তার স্তনের ওপর ট্যাটু স্পষ্টভাবে দেখা যাচ্ছিলো। এরপর তার পোশাক নিয়ে রীতিমতো তুলোধোনা করতে শুরু করেন মানুষজন। ঈদের শুভেচ্ছা বার্তা দেওয়ার পরেই তার কমেন্ট বক্সে শুরু হয় কটাক্ষ বান। কেউ কেউ তার ধর্ম তুলে প্রশ্ন করেন যে তিনি আসলের কোন জাতির? কেউ কেউ আবার লেখেন, ঈদের শুভেচ্ছায় স্তনের ওপর ট্যাটু না দেখালেই নয়? যদিও নুসরত এই সমস্ত বিষয় নিয়ে কোনোদিনই গায়ে মাখেন না। কে কী বললো তা নিয়ে তার কোনো রকম মাথাব্যথা নেই। তিনি নিজের মতো জীবন যাপন করতেই ব্যস্ত।