বিনোদন

দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয় – এই নিয়ে এবার কথা বলতে দেখা গেলো অভিনেত্রী নুসরতকে

নুসরত জাহান ব্যক্তিগত জীবনের দিক দিয়ে একজন অত্যন্ত বিতর্কিত অভিনেত্রী। দীর্ঘ এক বছর ধরে তিনি একের পর এক সমালোচনার মুখোমুখি পড়েছেন। নিখিল জৈনের সাথে ধুমধাম করে বিয়ের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন অভিনেত্রী। সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ যশের সাথে সম্পর্কের খবর সামনে আসে। শুধু সম্পর্ক নয় নুসরত জাহান প্রেগন্যান্ট হওয়ার খবর চাউর হতেই খাপ পঞ্চায়েত বসে গিয়েছিল যেনো সোশ্যাল মিডিয়া জুড়ে। নিখিল জৈনের সাথে সম্পর্কের ভাঙন অন্যদিকে প্রেগন্যান্ট হওয়ার খবর যেনো একেবারে আগুনে ঘি ঢালার মতো হয়ে গেলো। প্রশ্ন উঠতে শুরু করলো, সন্তানের বাবা তাহলে কে ? কিন্তু পরে অবশ্য জানা যায় নুসরতের সন্তানের বাবা আর অন্য কেউ নয় অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরত পরে নিজেই প্রকাশ্যে যশকে নিজের স্বামী বলেও পরিচয় দিয়েছিলেন।

আরও পড়ুন: গরমের মধ্যে লস্যিতে চুমুক দিয়ে তৃপ্তির পোস্ট অভিনেত্রী কোয়েল মল্লিকের, লাইক কমেন্ট করে ভরিয়ে দিলেন অনুরাগীরা

গত বছর আগস্ট মাসে অভিনেত্রী মা হয়েছেন এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। যশরত এখন নিজেদের একমাত্র ছেলেকে নিয়ে খুব সুখেই রয়েছেন। ছেলের জন্ম হওয়ার পর মাত্র ১২ দিন পরেই অভিনেত্রী কাজের জগতে ফিরে সবাইকে চমকে দিয়েছিলেন। তিনি অভিনয়ের সাথে সাথে সামলেছেন আবার সাংসদের দায়িত্ব। নিজের ব্যক্তিগত জীবনের দরুন প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হয় তাঁকে। তবে অভিনেত্রী কিন্তু একেবারেই কোনো পরোয়া করেন না । তিনি স্বামী , সন্তানের সাথে দিব্যি আনন্দেই রয়েছেন। তবে অভিনেত্রী এবার হঠাৎ দ্বিতীয় সন্তান নিয়ে একজন মায়ের কি কি করণীয় কেনো কথা বললেন? তিনি কি তাহলে আবার মা হতে চাইছেন। কিন্তু এরকম কিছুই না , গর্ভনিরোধ ব্র্যান্ডের হয়ে প্রচারে এইকথা বলতে শোনা গিয়েছে অভিনেত্রী নুসরতকে ।

মহিলাদের অন্তঃসত্ত্বা অবস্থা সম্পর্কে অভিনেত্রী নিজের মত ব্যক্ত করেছেন। মহিলাদের অন্তঃসত্ত্বা অবস্থা নিয়ে মুখ খুলতে দেখা গেলো অভিনেত্রীকে। একজন দম্পতির দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে ঠিক কি কি করতে হয়, ব্র্যান্ডটি একজন মহিলা কতদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন সেই নিয়ে কথা বলতে দেখা গেলো। অভিনেত্রী বলেছেন, ‘তুমি সবসময় চাইবে একটা বাচ্চার প্রতি ফোকাস থাকতে, কারণ একটা বাচ্চা অনেক বড় দায়িত্ব। যে কোনও বাবা-মা চাইবে বাচ্চাকে সুন্দর করে বড় করে তুলতে। মায়ের তো অজস্র দায়িত্ব থাকে। সেখানে দ্বিতীয় সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেকে শারীরিকভাবে প্রস্তুত করতে হয়’।

আরও পড়ুন: “এটা অনেকটা ফ্যাশনের মতো, এখন যদি একটি বলিউড ছবি ভালো ব্যবসা করে তা হলে সব কথা উল্টে যাবে পুরো ব্যাপারটাই একটা ট্রেন্ড”- দক্ষিণী ছবির রমরমা বাজার নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি

নুসরতের একটি ফ্যান পেজ থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। চিকিৎসকরা পরামর্শের প্রসঙ্গ তুলে দুটো সন্তান নেওয়ার ক্ষেত্রে ঠিক কতটা মাঝে গ্যাপ থাকা দরকার সেই বিষয়ে বলেন। এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রীর সমালোচকরা এই নিয়ে বিদ্ধ করেছেন অভিনেত্রীকে, একজন লিখেছেন, ‘তোরা তো সারাদিন ঘুরতেই ব্যস্ত থাকিস, বাচ্চা কখন সামলাল?’ আরেক জন লেখেন, ‘তোমার বাচ্চাকে তো সামনে দেখাই যায় না’।

Related Articles

Back to top button