বিনোদন

হজ করে ফেরা হাজীদের থেকে আশীর্বাদ নিতে বিমানবন্দরে হাজির হলেন অভিনেত্রী নুসরত জাহান! দেখুন তুমুল ভাইরাল ফটো

এই মুহূর্তে টলিউডের অন্যতম সফল অভিনেত্রী এবং তৃণমূল সংসদ বললেই উঠে আসে নুসরত জাহানের নাম। পাশাপাশি এ রাজ্যের হজ কমিটির অন্যতম সদস্য তিনি। রাজ্য থেকে বিভিন্ন হজ যাত্রীদের সুষ্ঠুভাবে হজ করতে পাঠানোর দায়িত্বে রয়েছেন অভিনেত্রী। এবার হজ করে ফেরা যাত্রীদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য বিমানবন্দরে উপস্থিত হতে দেখা গেল স্বয়ং নুসরত জাহানকে।

প্রসঙ্গত জুন মাসের মাঝামাঝি কলকাতার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মক্কায় হজ করার উদ্দেশ্যে যাত্রা করতে দেখা গিয়েছিল এই রাজ্য থেকে ৩৬৫ জন বাসিন্দাকে। বিগত দু’বছর মহামারীর কারণে বন্ধ ছিল হজযাত্রা। পাশাপাশি যাত্রীরা অভিযোগ করেছিলেন আচমকাই অনেক বেড়ে গিয়েছে হজ যাত্রার খরচ। তবে এ বছরের যাত্রীরা সফলভাবে ফিরে আসার পরে অনেকেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রীকে।

পাশাপাশি যাত্রীদের যাত্রা সূচনার সময় বিমানবন্দরে উপস্থিত হতে দেখা গিয়েছিল রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকেও। এদিন যাত্রীরা ফিরে আসার পর বিমানবন্দরে হাজির হয়ে প্রায় প্রত্যেক যাত্রীর সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত জাহানকে। বলাই বাহুল্য তার বিমানবন্দরে হাজির হওয়ার ছবি এরপর মুহুর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এদিন প্রশংসা করেছেন অভিনেত্রীকে তার এই উদ্যোগের জন্য।

Related Articles

Back to top button