বিনোদন

খুব কাছের মানুষ কে হারালেন অভিনেত্রী চুমকি চৌধুরী! শোকের ছায়া অভিনেত্রীর পরিবারে

আবারো টলিউডের নেমে এলো শোকের ছায়া। প্রয়াত হলেন বাংলার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক অঞ্জন চৌধুরীর স্ত্রী জয়শ্রী চৌধুরী। টলিউডের এক সময়কার জনপ্রিয় দুই অভিনেত্রী চুমকি চৌধুরী এবং রিনা চৌধুরীর মা হলেন জয়শ্রী চৌধুরী। গত রবিবার ২১শে আগস্ট চিরনিদ্রায় চলে গেলেন তিনি। পরিচালক অঞ্জন চৌধুরীর জীবনের সমস্ত সাফল্যের পেছনে অনেকটা ভূমিকা রয়েছে জয়শ্রী চৌধুরীর। অঞ্জন চৌধুরীর জীবনের শ্রেষ্ঠ নারী তিনি। মৃত্যু সময় জয়শ্রী চৌধুরীর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ কয়েক দিন ধরে সুগারের কারণে ভুগছিলেন তিনি। শেষ কিছুদিন একবালপুরের একটি নার্সিংহোমে চিকিৎসা চলছিল তার। কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে মাল্টি অর্গ্যান ফেলিউরের কারণে মারা যান তিনি।

২০০৭ সালের মৃত্যু হয়েছিল অঞ্জন চৌধুরীর। তারপর থেকে দুই মেয়ে এবং এক ছেলেকে নিয়ে তার দিন কাটতো। সোশ্যাল মিডিয়াতে নিজেই মায়ের মৃত্যুর খবর দিয়েছেন পরিচালক সন্দীপ চৌধুরী। নিজের পোস্টে পরিচালক জানিয়েছেন না ফেরার দেশে চলে গেল মা। পরিচালকের এই পোস্টে সকলে শোকবার্তা জানিয়েছেন। জয়শ্রী চৌধুরীর এই হঠাৎ প্রয়ানে হতবাক হয়ে গেছেন প্রত্যেকেই। ইন্ডাস্ট্রির অনেক নামি নামি শিল্পীরা শোকবার্তা জানিয়েছেন তার মৃত্যুতে।

অঞ্জন চৌধুরী এবং জয়শ্রী চৌধুরীর ছিল প্রেমের বিয়ে। দুজনেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। তখনও অঞ্জন চৌধুরীর নিজের জীবনের সফল নয়। জয়শ্রীর পরিবার কোনদিনও তাদের বিয়ে মেনে নেননি। অঞ্জন চৌধুরীর যৌথ পরিবারে নিজের মতন করে সংসার গুছিয়ে নিয়েছিলেন দুজনে। এরপর অঞ্জন চৌধুরী নিজের মায়ের নির্দেশে কালীঘাটে গিয়ে জয়শ্রী কে বিয়ে করেন।

Related Articles

Back to top button