বিনোদন

‘বাংলায় আর জন্মাতে চাইনা’! জাদু সম্রাট পিসি সরকার জুনিয়রের মন্তব্যে তীব্র বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

এমনিতেই স্পষ্ট বক্তা হিসেবে সুখ্যাতি রয়েছে জাদু সম্রাট পিসি সরকার জুনিয়রের। তবে এবার পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখার পর তার মন্তব্য নিয়ে চাঞ্চল্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত সম্প্রতি ২০১৪ সালে একটি মিথ্যা মামলায় জড়িয়ে যাওয়ার কারণে বারাসাত আদালতে উপস্থিত হতে দেখা গিয়েছিল পিসি সরকার জুনিয়রকে। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা দেখার পর তিনি মনে করছেন সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মানুষদের মাথা নিচু হয়ে গিয়েছে।

বলাই বাহুল্য তার এই মন্তব্যের পিছনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক দুর্নীতি কারণ হিসেবে উঠে এসেছে। কারণ সম্প্রতি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তারা দুজনেই। সব মিলিয়ে বেশ বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে যেতে দেখা গিয়েছে বাংলার রাজনৈতিক পরিস্থিতিকে।

এবার তার মধ্যে পিসি সরকার জুনিয়র জানালেন তিনি আর পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করতে চান না। বরং তার বদলে যদি মাথা পেতে কোন শাস্তি নিতে হয় তিনি তা গ্রহণ করবেন। বলাই বাহুল্য এদিন তার মন্তব্যে বিতর্ক সৃষ্টি করলেও নেটিজেনদের একটি বড় অংশ সমর্থন করেছেন তার মন্তব্যকে সোশ্যাল মিডিয়ায় কমেন্টের মাধ্যমে।

Related Articles

Back to top button