‘দীপিকা পাডুকোন এখন যা করছে আমি ১৫ বছর আগে করায় নিন্দা হয়েছিল’! এবারে দীপিকার ছবি গেহেরাইয়া নিয়ে সরাসরি মন্তব্য করলেন জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরওয়াত

বর্তমান সময়ে বলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন দীপিকা পাড়ুকোন। তার অভিনয় এখন সব জায়গাতেই ছড়িয়ে পড়েছে। যে কোন চরিত্রে অভিনয় করার ক্ষেত্রে পিছপা হোন না দীপিকা। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছিল তার ছবি ‘গেহেরাইয়া’। সেখানেই বোল্ড অবতারের ধরা দিয়েছিলেন অভিনেত্রী। দীপিকার পাশাপাশি ওই ছবিতে অভিনয় করেছিলেন সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পান্ডেও। ছবিতে দীপিকার অভিনয় বিশেষ নজর কেড়ে ছিল দর্শকদের। অসংখ্য মানুষের থেকে প্রশংসা পেয়েছিল সে। কিন্তু এবারে দীপিকার গেহেরাইয়া ছবি নিয়ে মন্তব্য করলেন বলিউডের ৯০ দশকের আরেক জনপ্রিয় অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত।
আজ থেকে ১৫ বছর আগে মার্ডার ছবিতে সাহসী দৃশ্য অভিনয় করে মল্লিকা হাজারো পুরুষের মনে ঝড় তুলেছিলেন। ইমরান হাসমির বিপরীতে সেই সময় মল্লিকার অভিনয় দারুন প্রশংসা পেয়েছিল দর্শকমহলে। সেই সময় ছবিতে ইমরান হাসমির সঙ্গে মল্লিক আর কেমিস্ট্রি জমজমাট ছিল। দর্শকমন্ডলের সেই ছবি এবং ছবির গানগুলি দারুন হিট হয়েছিল। বিশেষ করে মল্লিকার হটনেস এবং শরীরে অঙ্গভঙ্গি অসংখ্য পুরুষের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। তবে বেশ কয়েক বছর হলো বলিউড ছেড়ে হলিউড এই কাজ করছেন মল্লিকা। কিন্তু সম্প্রতি ফিরে এসেই দীপিকা পাডুকোন কে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
মল্লিকার কথায়, “আমি যখন মার্ডার করেছিল তখন লিপ লক, বিকিনি পরা নিয়ে বিস্তর কথা হয়। আসলে মানুষ তখন খুব সংঙ্কীর্ণ ছিল। ১৫ বছর পর ‘গেহরাইয়া’ ছবিতে দীপিকা (Deepika Padukone) তো তাই করেছে। কিন্তু তখন সকলে আমার শরীর নিয়ে কথা বলেছে। মার্ডার এর পর দশাবতরাম, প্যায়ার কে সাইড এফেক্ট এর মতো ছবি করেছি সেই নিয়ে কেউ কিছু বলেননি তো।” পাশাপাশি মল্লিকা বলেন, “এখন নায়িকাদের কাজের সুযোগ অনেকটা বেড়েছে আগে তো হয় সতী-সাবিত্রী নয়তো চরিত্রহীন এই দুই ধরনের রোল দেওয়া হত মেয়েদের।”
বলিউডে আবারো ফিরতে চলেছেন মল্লিকা, তার আগামি ছবি আরকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ছবিটি পরিচালনা করছেন রজত কাপুর। ছবিতে মল্লিকা ছাড়াও দেখা যেতে চলেছে কুবরা শেঠ, রণবীর শোরে সহ আরো অনেক কে। ছবিটি মুক্তি পাবে আগামী ২২ জুলাই।