বিনোদন

সোশ্যাল মিডিয়ায় হট এন্ড বোল্ড লুকে সাংসদ তথা অভিনেত্রী মিমি! টলিউড থেকে বলিউড সর্বত্র যেন সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীদের হটনেসের পারদ ক্রমশ চড়ছে

বর্তমানে এখন প্রায়সই সোশ্যাল মিডিয়ায় দেখা মেলে টলিউডের অভিনেত্রীদের হট লুক। অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের সাথে সোশ্যাল মিডিয়ায় নিজের লাস্যময়ী লুকে জনপ্রিয়তার শীর্ষ ছিলেন অভিনেত্রী শ্রাবন্তি। এবার সেই লিস্টে নাম লেখালেন সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় তিনি তার বেশ কিছু ছবি পোস্ট করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে তিনি বাইরে “মি টাইম” কাটাচ্ছেন। একেকজন অভিনেত্রীদের ছবি যেন একেকজনের সাথে হটনেসের পাল্লা দিতে পারে।

সম্প্রতি মিমি সোশ্যাল মিডিয়ায় তার কিছু ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী ঘুরতে গেছেন কোনো সমুদ্র সৈকতে। সেখানেই প্রাকৃতিক সবুজ তিনি উপলব্ধি করেছেন নিজের আনন্দে। সোশ্যাল মিডিয়ার ছবিতে দেখা যাচ্ছে মিমি নিয়ন সবুজ রঙের একটি হলটার নেক টপ পরেছেন এবং সাথে পরেছেন হালকা নীল রংয়ের মধ্যে ডেনিম হট প্যান্ট। পায়ে গোলাপি রঙের স্লিপার। একেবারে কোন মেকআপ ছাড়াই শুধুমাত্র জাঙ্ক কানের দুল এবং সাদা ফ্রেমের একটি সানগ্লাসেই দেখা গেছে অভিনেত্রীকে। ছবিগুলি দেখেই বোঝা যাচ্ছে প্রকৃতিকে উপভোগ করছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর রূপের প্রশংসায় ছয়লাপ অনুরাগীরা।

চলতি বছরে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনীত ফিল্ম “মিনি” তেমন সফল হতে পারেনি বক্স অফিসে। এ বিষয়ে অভিনেত্রীর অনুরাগীদের মনে দুঃখ হলেও আসতে চলেছে তাদের জন্য এক সুখবর। অভিনেত্রী বলিউডে ডেবিউ করতে চলেছেন শিবপ্রসাদ নন্দিতা পরিচালিত “শাস্ত্রী বিরুধী শাস্ত্রী” সিনেমার মধ্য দিয়ে। এর পাশাপাশি তিনি কাজ করছেন বাংলাদেশী মিউজিক ভিডিওতেও।

আরো জানা যাচ্ছে, প্রেমেন্দুবিকাশ চাকি পরিচালিত ‘পলাশের বিয়ে’ সিনেমায় টেলিভিশন অভিনেতা সোমরাজ মাইতির বিপরীতে অভিনয় করতে চলেছেন মিমি। একটি সিনেমাতে সফল না হলেও অভিনেত্রীর হাতে পরপর রয়েছে অনেক গুলি কাজ। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ অভিনেত্রী। ব্যস্ত হয়ে পড়ার আগেই যে নিজের মতো ছুটি কাটাচ্ছেন এই বিষয় নিশ্চিত মিমি অনুরাগীরা।

 

View this post on Instagram

 

A post shared by Mimi Chakraborty (@mimichakraborty)

Related Articles

Back to top button