শ্রাবন্তীর মতো শাশুড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার! কোনো বন্ধু নয়, ছেলের বান্ধবীর সঙ্গে মলদ্বীপে উষ্ণতা ছড়ালেন শ্রাবন্তী

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন। সেই সব ছবিগুলি ছিল মালদ্বীপের। এই ছবিগুলি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছিলেন তিনি। বেশ সমালোচিত হন এই ছবিগুলির জন্য। বেশিরভাগ সময়ই অন্যান্য অভিনেত্রীদের থেকে শ্রাবন্তী একটু বেশি সমালোচনার শীর্ষে অবস্থান করেন অভিনেত্রী। কার সাথে গেলেন? তার নাম? এরকম বহু প্রশ্নের বন্যা বয়ে গিয়েছে তার অনুরাগীদের মনে।
তবে জানা গেল বিশেষ বন্ধু নয় বিশেষ বান্ধবীর সাথে সময় কাটাতে গিয়েছিলেন মালদ্বীপে। শ্রাবন্তী পুত্র অভিমন্যুর বিশেষ বান্ধবী দামিনীকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন অভিনেত্রী। এর আগেও বহুবার তিনি দামিনী এবং পুত্র অভিমন্যুকে নিয়ে মালদ্বীপ গেছেন। বেশ ভালো সময় কাটিয়েছেন তাদের সাথে। এবারে সময় কাটালেন শুধুই পুত্রের বিশেষ বান্ধবী দামিনীকে নিয়ে।
শনিবার মডেল দামিনী তার ইনস্টাগ্রামে কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন। যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ছবিগুলি মালদ্বীপের। নেটিজেনদের তীব্র কটাক্ষে জল ঢাললেন শ্রাবন্তীর হবু বৌমা দামিনী। দামিনীর ওই পোস্টে অভিনেত্রী শ্রাবন্তী কমেন্ট করেছেন উফ আবার পাশে দুটি আগুনের ইমোজিও দিয়েছেন। টলিপাড়ার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এখন শ্রাবন্তী এবং তার জীবনে কি হচ্ছে সেই নিয়ে আলোচনা।
প্রসঙ্গত দামিনী বেশ কয়েক বছর ধরে এই মডেলিং এর সঙ্গে যুক্ত আছেন। গত বছর অর্থাৎ ২০২১ সালে শ্রাবন্তী পুত্র অভিমন্যুর সাথে মডেল দামিনীর ব্যক্তিগত সম্পর্কের কথা সামনে আসে। অভিনেত্রী পুত্র অভিমুন্য তো বটেই তার পর থেকে দামিনীও বিভিন্নভাবে চর্চিত হতে শুরু করেন। টানা তিন বছর ধরে নাকি অভিনেত্রী পুত্রের অভিমন্যুর সাথে দামিনীর সম্পর্ক। অভিনেত্রী শ্রাবন্তী এবং মডেল দামিনী দুজনের ইনস্টাগ্রামের এর পোস্ট দেখে অনেকেই মনে করছেন যে তারা একই সাথে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন। যেমন আগেও শ্রাবন্তী তার পুত্র এবং দামিনীকে নিয়ে ছুটি কাটিয়েছেন। তবে অভিনেত্রী বা দামিনী কেউই এখনো এ বিষয় নিয়ে কোন মন্তব্য করেননি।