বিনোদন

“রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি গাওয়া যাবে না! যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি” – এমন সব কুরুচিকর মন্তব্য করে আবারও সমালোচনায় নোবেল

মাইনুল আহসান নোবেল বিতর্কের খাতিরে এই নামটা হয়তো আমরা সকলেই জানি। যিনি নোবেল ম্যান নামেও পরিচিত। নোবেল হলেন একজন বাংলাদেশী সঙ্গীতশিল্পী, প্লেব্যাক গায়ক এবং ইউটিউবার। যিনি এখন পর্যন্ত বাংলাদেশী এবং ভারতীয় সঙ্গীত জগতের বেশ নজর কেড়েছেন। ভারতীয় টেলিভিশন শো সা রে গা মা পা-তে তিনি পার্টিসিপেট করেন। শো জিততে না পারলেও সেখান থেকেই ভারতীয় সংগীত জগতে তার পরিচিতি ঘটে।

সোশ্যাল মিডিয়াতে বিতর্কের ক্ষেত্রে এই গায়কের জুড়ি মেলা ভার। প্রায় সবক্ষেত্রেই তিনি কিছু না কিছু কুরুচিকর মন্তব্য রাখেন। ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে নোবেল পুরস্কার প্রাপ্ত কবিগুরু রবীন্দ্রনাথ কে অবধি তিনি ছাড়েন না। আবারো তিনি তার অহংকার দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে, কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট করলেন কুরুচিকর বক্তব্য।

পোস্টে নোবেল ম্যান নাম খ্যাত এই অহংকারী গায়ক লিখেছেন, “রবীন্দ্রনাথ-নজরুল তো আর নবী কিংবা দেবতা না যে তাদের গান প্যারোডি আকারে গাওয়া যাবে না! যে রবীন্দ্রনাথ এদেশের কবিদের মূল্যায়ন করে যাই নাই তারে নিয়ে যে এদেশে চর্চা হয় এটাই রবীন্দ্রনাথের জন্য বেশি। তাছাড়া বাংলাদেশের সাহিত্যে যেহেতু রবীন্দ্রনাথের অবদান নিতান্তই কম, নেই বললেই চলে, সেক্ষেত্রে তার গান এদেশের কেউ যদি প্যারোডি আকারে গায় সেটা রবীন্দ্রনাথের জন্যই মঙ্গলজনক”।

সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় হিরো আলম রবীন্দ্রনাথের গানকে বিকৃতভাবে গাওয়ায় তাকে শাস্তি পেতে হয়েছিল। আবার জনপ্রিয় লেখিকা তাসলিমা নাসরিন ও অনেক বড় কণ্ঠে বলেছিলেন রবীন্দ্র প্রেমে বাংলাদেশ অনেক এগিয়ে পশ্চিমবঙ্গের থেকে। এবারে বাংলাদেশী গায়ক নোবেল ম্যান নাম খ্যাত ব্যক্তি আবারো অপমান করলেন দুই বাংলার জাতীয় সংগীতের রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথকে। এই ঘটনা নোবেল এই প্রথমবার ঘটাননি, এর আগেও বহুবার তিনি তার অহংকারের বশবর্তী হয়ে এমন কাজ করেছেন। অনেকের মন্তব্য অত্যাধিক অহংকারের কারণে নোবেল নিজেই নিজের পায়ে কুড়ুল মারছেন।

Related Articles

Back to top button