বিনোদন

সোশ্যাল মিডিয়াতে আন্ডার ওয়াটার থেকে ছবি পোস্ট করলেন বাঙালি মেয়ে মোনালি ঠাকুর, কালো মনোকিনিতে উন্মুক্ত ক্লিভেজ, জলের নিচ থেকে ছবি শেয়ার মোনালির

বলিউড হোক বা টলিউড তার গানে সবসময় তিনি সকলকে মাতিয়ে রাখেন বর্তমানে যদিও গানের জগৎ থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি তবে সোশ্যাল মিডিয়ার সবসময় সক্রিয় থাকেন এখানে বলা হচ্ছে জনপ্রিয় সংগীত শিল্পী মোনালি ঠাকুরের কথা। সম্প্রতি নিজে সোশ্যাল মিডিয়ায় আবারো একটি ছবি পোস্ট করে নেটিজেনদের নজরে এসেছেন মোনালি। সম্প্রতি আন্ডার ওয়াটার থেকে ছবি শেয়ার করে নিয়েছেন গায়িকা। মোনালির শেয়ার করা ছবিতে মোনালি কে কালো রঙের ডিপ নেক কাটের একটি সুইমস্যুট পড়ে দেখা গিয়েছে।

বর্তমানে ইউরোপে ছুটি কাটাতে গিয়েছেন মোনালি। সেখানেই সুইমিং পুলে বিভিন্ন পোজে ধরা দিয়েছেন তিনি। কখনো জলের ভিতরে কখনো সুইমিং পুলের ধারে বসে ছবি তুলেছেন মোনালি। বেশ কয়েক বছর হল বলিউডের সঙ্গীত জগৎ থেকে বেশ অনেকটাই দূরে রয়েছেন তিনি। তবে নিয়মিত সঙ্গীতচর্চা করেন সেটা তার শেয়ার করা ভিডিও দেখলেই বোঝা যায়।

কিছুদিন আগেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর বিখ্যাত গান গজল ‘রসম-এ-উলফত’ খালি গলায় গেয়ে বেশ ভাইরাল হয়েছিলেন মোনালি। সূত্রের খবর অনুযায়ী একপ্রকার অভিমান করেই বলিউড ছেড়েছিলেন তিনি। মোনালি দাবি করেছিলেন মহিলা হওয়ার কারণে বলিউডে তিনি লিঙ্গ বৈষম্যের শিকার। এরপরই চুপিসারে বিয়ে সারেন মাইক রিখটারের সঙ্গে। বান্দ্রার ফ্ল্যাটে বিয়ে করার পর ভারত ছেড়ে বিদেশে চলে যান মোনালি।

 

View this post on Instagram

 

A post shared by Monali Thakur (@monalithakur03)

বলিউড টলিউড মিলিয়ে বেশ কয়েকটি গান করেছেন তিনি। তার গাওয়া সবকটি গানই সুপারহিট। খুব অল্প বয়সেই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। ছোটো থেকেই গানের চর্চার মধ্যে বড় হওয়া তার।

Related Articles

Back to top button