বিনোদন

স্ত্রীকে হারিয়ে নিঃসঙ্গতা ও একাকিত্বে ভুগছেন পরিচালক প্রভাত রায়, জানালেন তার জীবনের শূন্যতার কথা

শোক মাত্র‌ই যন্ত্রণাদায়ক আর তা যদি হয় প্রিয়তমা স্ত্রীর তাহলে যন্ত্রণার সাথে সাথে সেই শোক নিঃসঙ্গতা এবং একাকীত্বকেও সঙ্গে করে নিয়ে আসে‌। জীবনের বার্ধক্য স্তরে পৌঁছে যখন মানুষের জীবনে একমাত্র সঙ্গী বলতে থাকেন সহধর্মিনী! তখন নিজের সেই বেস্ট বন্ধু বা স্ত্রীকে হারানোর পর চারিদিক শূন্য লাগে, সেই শূন্যতায় এখন চারপাশে অনুভব করছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। জীবনসঙ্গীকে হারিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েছেন পরিচালক।

আরও পড়ুন: অ্যামাজন প্রাইমের তরফে শাহরুখ পুত্রের ওয়েব সিরিজের পরিকল্পনায় নাকোচ! আরিয়ান অনভিজ্ঞ, সঠিক ট্রেনিং নেই, টাকা নষ্ট করতে চান না অ্যামাজন!

বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়। তবে অসুস্থতার কারণে তিনি যে এভাবে চলে যাবেন তা ভাবতেও পারেননি পরিচালক। পা ভেঙে বিগত ছয় মাস ধরে শয্যাশায়ী হয়ে পড়েছিলেন প্রভাত রায়ের স্ত্রী। অস্ত্রোপচার করে প্লেট‌ও বসানো হয়, কিন্তু শেষ রক্ষা হল না আর। বৃহস্পতিবার মারা যান তিনি।

গত বৃহস্পতিবার সকাল পৌনে সাতটায় প্রভাত রায়ের স্ত্রী জয়শ্রী রায়ের মৃত্যুর পর কার্যত ভেঙে পড়েন পরিচালক। জানা যায় জয়শ্রীর হাড় ভাঙার পর হাড় জোড়া দিতে গিয়ে যে অস্ত্রোপচার করা হয়েছিল সেই সময় প্লেট বসানো হয় পরে সেই প্লেট খুলতে গিয়েই সেপটিক হয়ে যায় জয়শ্রীর ভাঙা পায়ে। সেই সেপটিকই ধীরেধীরে ঘাতক হয়ে ওঠে তার শরীরে।

আরও পড়ুন: “ওই যে কবীর বলে উঠল না ‘হ্যাপি বার্থডে মাম্মমা! আমার জন্মদিন হয়ে গেল”- ছেলের থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে উচ্ছসিত কোয়েল!

এরপর সেই সেপটিক সামলে আর সুস্থ হয়ে উঠতে পারলেন না জয়শ্রী রায়। যে কারণে কিছু দিন অন্তর অন্তর প্রায়ই তাকে হাসপাতালে ভর্তি করা হতো। সাময়িকভাবে সুস্থ হয়ে বাড়ি‌ও ফিরে আসতেন তিনি। তারপর যে কে সেই অবস্থা! দুদিন ভালো থাকতেন তিনদিনের দিন আবার অসুস্থ হয়ে পড়তেন। স্ত্রীর চলে যাওয়া প্রসঙ্গে প্রভাত রায় জানিয়েছেন, গত কয়েক মাস ধরে স্ত্রীর শুশ্রূষাতেই দিন কেটে গেছে তার। শেষের দিকে কয়েকদিন খুবই কষ্ট পাচ্ছিলেন জয়শ্রী।

প্রসঙ্গত উল্লেখ্য বর্ষীয়ান এই পরিচালক নিঃসন্তান। প্রভাত আর জয়শ্রীর কোন সন্তান না থাকায় স্ত্রী তার একমাত্র সঙ্গী এবং বন্ধু ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই স্ত্রী চলে যাওয়ার পর একাকীত্ব গ্রাস করেছে তাকে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, কাছের সমস্ত আত্মীয়-স্বজন সকলেই অনেক দূরে দূরে থাকেন। কাছাকাছি বলতে হাওড়ায় কিছু আত্মীয় স্বজন আছেন, তারা এসেছিলেন শেষকৃত্যে, স্ত্রী ছিলেন তাঁর একমাত্র ভরসার জায়গা সেই স্থান আজ থেকে শূন্য। প্রসঙ্গত উল্লেখ্য এইদিন জয়শ্রী রায়ের মুখাগ্নি করেন প্রভাত রায়ের ভাইপো দীপঙ্কর রায়।

Related Articles

Back to top button