বিনোদন

‘সুপারস্টার সিঙ্গার’- এর মঞ্চে বাংলা বাউল গেয়ে শোনালেন নদীয়ার প্রাঞ্জল! বিচারকরা হয়ে গেলেন মুগ্ধ

বহু জাতীয় স্তরের গানের প্রতিযোগীতায় বাংলা থেকে বহু প্রতিযোগী নানা সময় বাংলাকে উপস্থাপনা করে বিজয়ী হয়ে ফিরেছেন। জাতীয় মঞ্চে দাঁড়িয়ে বাংলার গর্ব হয়ে উঠেছেন সেই সব প্রতিযোগীরা। সেরকমই আবারও বাংলার মুখ উজ্জ্বল করলেন আমাদের প্রিয় বাংলার এক খুদে গায়ক। ‘সুপারস্টার সিঙ্গার’- এর মঞ্চে বাংলার ছেলে প্রাঞ্জল বিশ্বাস বাউল গানের মাধ্যমে মুগ্ধ করলেন আপামর জনতা থেকে শুরু করে বিচারকদের। এই খুদে ছিলেন সলমন আলির টিমে। এত ছোট বয়সে এতো অসাধারণ প্রতিভার অধিকারী হওয়ার জন্য অভিভূত হয়েছেন প্রত্যেক বিচারকরা। বিচারকের আসনে ছিলেন, অলকা ইয়াগনিক, হিমেশ রেশামিয়া এবং জাভেদ আলি। প্রাঞ্জলের গান শোনার পর তাঁরা বাজার বাজিয়ে তাকে পরের রাউন্ডে পাঠিয়ে দেয় সাথে সাথেই।

আরও পড়ুন: যশ প্রথম দেখায় নুসরতকে কী উপহার দিয়েছিলেন, উত্তর শুনে হাঁ হয়ে গেলেন সৌরভ গাঙ্গুলী

তবে ছোট প্রাঞ্জলের গানের জগতে প্রবেশের ইতিহাস টাও বেশ মন কেড়েছে দর্শকদের। প্রাঞ্জলের একটি সাইকেল একদিন হারিয়ে যায়। আর সেই হারিয়ে যাওয়া সাইকেলের খোঁজ করতে করতে একজন ফকির বাবার সাথে পরিচয় হয়েছিল তার। তারপরেই তার জীবনের মোড় ঘুরে যায়। সেই ফকির তার হাতে তুলে দিয়েছিল একটি দোতারা যে দোতারা এখন তার সর্বক্ষণের সাথী, সঙ্গী। একমুহুর্তের জন্য কাছছাড়া করেনা সে সেই দোতারা। ছেলেটি এত ছোট হলেও এই বয়সে এমন জীবনের পাঠ সে রপ্ত করেছে যা তাকে স্বপ্ন দেখায় ফকির হওয়ার জন্য। এইটুকু বয়সে তার মুখ থেকে এমন দার্শনিক কথা শুনে তাজ্জব হয়েছেন সকলেই।

সুপারস্টার সিঙ্গারের সিজন ২ শুরু হয়েছে আগের সপ্তাহ থেকেই। ১৫ বছরের কম বয়সী প্রতিযোগীরা এখানে অংশগ্রহন করতে পারবে। যেখানে তাদের ক্যাপ্টেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, সায়লি কাম্বলে, মহম্মদ দানিশ আর সলমন আলি সঠিক ভাবে প্রশিক্ষণ দিয়ে তৈরি করার জন্য রয়েছেন। সলমন আর মহম্মদ দানিশ খুদের গান শুনেই তাকে কোলে তুলে নিয়েছে। অলকা ও হিমেশ বিচারকের আসন থেকে উঠে এসে তাকে আদর করে গিয়েছেন।

আরও পড়ুন: ছেলেকে নিয়ে শরীরচর্চায় ব্যস্ত মা নেহা ধুপিয়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ছবি

দীর্ঘ দু বছরের বিরতির পর আবার পর্দায় ফিরেছে সুপার সিঙ্গার সিজন ২। কলকাতার মেয়ে প্রীতি ভট্টাচার্য প্রথম সিজনে জিতেছিল। ক্যাপ্টেনরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান দের বেছে বেছে নিয়ে এসেছেন এই মঞ্চে। এখন চলছে প্রাথমিক বাছাই পর্ব। সিলেক্ট হওয়ার পরেই পরের সিলেকশন রাউন্ডে পৌঁছতে পারবে প্রতিযোগীরা। শো জয়ের লড়াই ঠিক তারপর থেকেই শুরু হয়ে যাবে মঞ্চে।

Related Articles

Back to top button