বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান বহুদিন আগেই মাদক কান্ড থেকে রেহাই পেয়েছিলেন, এবার প্রয়াত হলেনা মাদক কাণ্ডের অন্যতম সাক্ষী প্রভাকর

গত বছরের শেষের ভাগ থেকে সংবাদপত্রের শিরোনামে সর্বদাই একটি নাম উঠে আসতো তিনি হলেন বলিউড কিং শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ২রা অক্টোবর মুম্বইয়ের ক্রুজশিপ পার্টিতে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে বেআইনিভাবে মাদক সেবনের অভিযোগে আটক করা হয়েছিল। আরবাজ মার্চেন্ট,এবং মুনমুন ধামেচাকে , আরিয়ানের সাথে সাথে আটক করা হয়েছিল। আর তারপরেই তোলপাড় হয়ে গিয়েছিল সর্বত্র। পরে অবশ্য বম্বে হাইকোর্টের পক্ষ থেকে ২৮ অক্টোবর আরিয়ানের জামিন মঞ্জুর হয়েছিল।
আর্থার জেল থেকে অবশেষে ছাড় পেয়ে মন্নতে ফিরেছিলেন বলিউড বাদশার ছেলে আরিয়ান। আরবাজ ও মুনমুন , আরিয়ানের ছাড়া পাওয়ার দীর্ঘ এক মাস পরে ছাড়া পেয়েছিলেন। ঠিক সেই সময় সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম গুলি এই খবর নিয়ে সর্বদা সরগরম ছিল। সেইসময় আরিয়ান খানকে ঘিরে কম জল গড়ায়নি। ধীরে ধীরে পরবর্তীকালে অবশ্য সময়ের সাথে সাথে মন্নতের রাজপুত্র নিজের স্বাভাবিক ছন্দে ফিরেছেন।
এরই মধ্যে আবার এই ঘটনা নতুন মোড় নিলো। আরিয়ান কাণ্ডের প্রধান সাক্ষী ছিলেন প্রভাকর সেল যাঁর মৃত্যু ঘটেছে শুক্রবার দুপুরে। ঘটনায় জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে হঠাৎই তিনি মারা যান। মুম্বাইয়ের মাহুল এলাকায় একটি বাড়িতে ভাড়াতে থাকতেন তিনি মা,স্ত্রী এবং দুই সন্তানকে সাথে নিয়ে। আচমকাই এইদিন দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতেই তাঁর মৃত্যু ঘটেছে। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তাঁর মৃত্যু নিয়ে কোনো প্রকার অস্বাভাবিক ব্যাপার নেই।
আরও জানা গিয়েছে, আরিয়ান মামলার অপর একজন সাক্ষী কে পি গোসাভির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করতেন প্রভাকর। এনসিবির অফিসে আরিয়ানকে নিয়ে যাওয়ার সময়কালে গোসাভিই তাঁর সঙ্গে সেলফি তুলে পোস্ট করেছিলেন যেকারনে এনসিবির প্রধান সাক্ষী হিসেবে নেওয়া হয়েছিল প্রভাকর কে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে আরিয়ান খানকে ক্লিনচিট দেওয়ার সাথে সাথে জানা গিয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান মাদক মামলার সাথে জড়িত ছিলেন না। এমনকি তাঁকে একেবারে নিরপরাধ ঘোষণা করা হয়েছিল। আরিয়ান পরবর্তীকালে কেকেআরের হয়ে যোগ দিয়েছিলেন আইপিএলের নিলামে।