সোনু সুদের এখন নতুন পরিচয় রোডিজ স্টার হিসেবে, তবে জানেন কি বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ঠিক কত ?

সাধারণ মানুষের ভগবানের রূপ বলে যাঁকে বলা হয় সেই সোনু সুদ একসময় পর্দায় নিজেকে বরাবর ভিলেনের চরিত্রে দেখিয়ে এসেছেন। কিন্তু গত ডি বছর আমাদের আর কারোর জানতে বাকি নেই সোনু সুদের আসল পরিচয়। একসময় দর্শককে মনে আনন্দ দিতে তুলে দিয়েছিলেন একের পর এক দারুণ মানের ছবি কিন্তু তারপরেই করোনা আবহের প্রেক্ষাপট পরিস্থিতি পরিবর্তিত হয়ে যায় নিমেষেই। পর্দার হিরো রিয়েল লাইফের হিরো রূপে ধরা দেয় সাধারণ মানুষের কাছে। সারা দেশের কঠিন পরিস্থিতি তে একমাত্র তিনিই সবার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে সাহায্য করেছেন। দেশের যে প্রান্তে মানুষ ক্ষুধার্থ থেকেছে যেখানে কেউ বিপদে পড়েছে তিনি ছুটে গিয়েছেন বারেবারে। নিজেকে সাধারণ মানুষের স্বার্থে তিনি উৎস্বর্গ করেছিলেন বললেও কম বলা হয়।
তবে গরীবের মসীহা সোনু সুদকেও কম সমালোচকদের মুখোমুখি পড়তে হয়নি। একাধিকবার প্রশ্ন উঠে এসেছে তিনি এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে দিচ্ছেন। আবার কেউ কেউ সরাসরি অভিযোগ তুলে বলেছেন তিনি এতদিনের সঞ্চিত কালোবাজারির টাকা আর্থিক সাহায্যের মাধ্যমে বের করার চেষ্টা করছেন। তবে কোনো অভিযোগই তাঁর নামে প্রমাণিত হয়নি। উলটে তিনি বারবার সাহায্যের মাধ্যমে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছেন। তবে এখন যে প্রশ্ন উঠে আসছে, এত বিপুল অঙ্কের টাকা সাহায্য করে বর্তমানে সোনু সুদের আর্থিক পরিস্থিতি ঠিক কি পর্যায়ে রয়েছে? তিনি কি আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন? তাঁর সম্পত্তির পরিমাণই বা কতো!
তবে বর্তমানে সোনু সুদের সঞ্চিত অর্থের সম্পর্কে যে তথ্য সামনে এসেছে সেই অনুযায়ী তিনি প্রায় ১৩০ কোটি টাকার মালিক। তিনি বর্তমানে বিভিন্ন ব্র্যান্ডের প্রমোশনের সাথে সাথে হোটেলের ব্যাবসার সাথেও যুক্ত রয়েছেন। অভিনেতা নিজের এই হোটেলেই একসময় পুলিশদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে বারবার তাঁর বিরুদ্ধে বহু সমালোচকরা নানা প্রশ্ন তুলে গিয়েছেন। নিজের আর্থিক সংকটের প্রসঙ্গে বলতে গিয়ে সোনু সুদ জানিয়েছিলেন, তিনি আর্থিক সাহায্যের জন্য কারোর কাছে হাত পাতার পরিবর্তে নিজের আট আটটি সম্পত্তি বন্দক রেখেছিলেন। সবথেকে চমকপ্রদ ব্যাপার হলো, বর্তমানে সোনু সুদকে দেখা যাচ্ছে, রোডিজ সিজন ১৯ এ। এই শো তে সোনু সুদ একজন সঞ্চালক ও মেন্টরের ভূমিকায় রয়েছেন।
View this post on Instagram