বিনোদন

স্বামী স্ত্রী হতে চলেছেন শ্রাবন্তী-প্রসেনজিৎ! এবার একসাথে জুটি বাঁধতে চলেছেন প্রসেনজিৎ ও সুপারস্টার শ্রাবন্তী চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদা টলিউডের একটি পিলার বলা যেতে পারে। তার হাত ধরে প্রথম সিনেমায় অভিনয় করে অভিনয় জগতের অভিষেক করেছেন অনেক অভিনেতা অভিনেত্রী। তেমনি একজন অভিনেত্রীর নাম শ্রাবন্তী। তার সাথে বাবা মেয়ের চরিত্রে অভিনয় করে শ্রাবন্তির অভিষেক ঘটে টলিউড। এবার তারা জুটি বাঁধতে চলেছে স্বামী-স্ত্রীর!

মায়ার বাঁধন সিনেমাতে বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ এবং শ্রাবন্তী। সেই সিনেমার হাত ধরেই অভিনয় জগতে পদার্পণ অভিনেত্রীর। সেই সিনেমা রিলিজ হয়েছে আজ প্রাইভেট পঁচিশ বছর। এত বছর বাদে দুই অভিনেতা-অভিনেত্রী বাবা মেয়ের চরিত্র ভুলে জুটি বাঁধবেন স্বামী স্ত্রীর চরিত্রে।

উল্লেখ্য বর্তমানে শ্রাবন্তির হাতে একাধিক নতুন কাজ রয়েছে। তার মধ্যেও অভিনেত্রী পরিচালক সায়ন্তন ঘোষের একটি সিনেমায় মুখো চরিত্রে অভিনয় করতে চলেছেন। যদিও এখনো সিনেমার নাম বা সে সম্পর্কে বিস্তারিত কিছু দর্শকের সামনে আসেনি। যদিও সিনেমার ঘটনা সম্পর্কে শোনা যায় সম্পূর্ণ সিনেমাটিই হবে লন্ডন। লন্ডনের পরিপ্রেক্ষিতেই দেখানো হবে এই দম্পতিকে যাদের দুজনের বয়সের মধ্যে রয়েছে অনেক পার্থক্য। এই স্বামী স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত আমরা সকলেই জানি অভিনেত্রী কাজের ফাঁকে একটু ঘুরে নিতে বেশ পছন্দ করেন। সম্প্রতি তিনি তার ছেলের বিশেষ বান্ধবীর সঙ্গে ঘুরে এসেছেন মালদ্বীপ থেকে। এ বছরেও অনেকবার শুটিংয়ের কাজে তাকে লন্ডন যেতে হয়েছে। অভিনেত্রী জানিয়েছেন কাজের ফাঁকে সময় পেলে তিনি লন্ডন ঘুরে দেখতে চান। তবে দুই অভিনেতা-অভিনেত্রীর অনুগামীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের পরবর্তী সিনেমায় স্বামী স্ত্রীর জুটি দেখার জন্য।

Related Articles

Back to top button