বিনোদন

সবাই কে হারাতে প্রসেনজিৎ ঋতুপর্ণার পর কি এবার প্রসেনজিৎ দেবশ্রী জুটি আবার পর্দায় ফিরবে? কবে আবার একসাথে দেখা যাবে দুজনকে উত্তর দিলেন স্বয়ং প্রসেনজিৎ!

টলিউডে প্রসেনজিৎ চ্যাটার্জীর সাথে তিনটে জুটির সৃষ্টি হয়েছিল, একটি হলো প্রসেনজিৎ-দেবশ্রী, প্রসেনজিৎ ঋতুপর্ণা ও প্রসেনজিৎ রচনা। প্রথম জুটিটি বাদে দীর্ঘ বহু বছর পর বাকি দুই জুটি ফিরে এসেছে। প্রাক্তন ছবিতে বহু বছর পর প্রসেনজিত ও ঋতুপর্ণাকে দেখা গিয়েছে আর কিছুদিন আগে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে একসাথে দেখা গেছে প্রসেনজিৎ আর রচনা কে। তারপর থেকে অনুরাগীদের মনে প্রশ্ন উঠছে তাহলে কি এবার প্রসেনজিৎ আর দেবশ্রীকেও খুব শীঘ্রই একসাথে দেখা যাবে?

আসলে প্রাক্তন ছবিতে প্রসেনজিৎ আর ঋতুপর্ণা একসাথে অভিনয় করলেও তারা কি নিছকই অনস্ক্রিণ জুটি নাকি সত্যি কারের প্রাক্তন সেই প্রশ্ন আজও বহু মানুষের মনের মধ্যে রয়েছে! অনেকেই বলেন একসময় নাকি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার মধ্যে বেশ ভাল সম্পর্ক ছিল! যদিও সেই সব গুঞ্জন কোনদিনই পাত্তা দেননি প্রসেনজিৎ। অন্যদিকে দীর্ঘদিন রাজনীতিতে থাকার পর আবার পর্দায় ফিরে এসেছেন দেবশ্রী রায়, সর্বজয়া ধারাবাহিকের মধ্য দিয়ে কামব্যাক করেছেন তিনি।

এক সময় দর্শক-মনে রাজ করেছেন দেবশ্রী প্রসেনজিৎ জুটি, এক নয়, গোটা কুড়ি সিনেমা তারা একসাথে করেছেন। তারমধ্যে উল্ল্যেখযোগ্য হল, উনিশে এপ্রিল, আক্রোশ, মৌন মুখর, রক্তে লেখা, অহংকার ইত্যাদি! তাই তাদের একসাথে দেখার আগ্রহ দর্শকদের চিরকাল। সম্প্রতি একবার প্রসেনজিৎ কে জিজ্ঞেস করা হয় যে তাকে দেবশ্রী রায়ের সাথে আবার কবে পর্দায় দেখা যাবে? কিন্তু অদ্ভুতভাবে এই প্রশ্নটি এড়িয়ে যান প্রসেনজিৎ। প্রশ্নটি শোনামাত্রই প্রসেনজিৎ মুখের উপর বলেন, মিটিং আছে। আবার পরে কথা বলি?- অর্থাৎ প্রসেনজিৎ ঋতুপর্ণা বা প্রসেনজিৎ রচনা কে একসাথে স্ক্রিনে দেখা গেলেও প্রসেনজিৎ আর দেবশ্রী কে আদেও কোনদিন একসাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে কিনা তা নিয়ে বেশ সংশয় রয়েছে!

Related Articles

Back to top button