‘আমার ছেলেকে আমি একা মানুষ করেছি। তাই জন্যেই কি হেনস্থা করা হল?’ – পাসপোর্ট তৈরিতে হেনস্থার অভিযোগ আনলেন অভিনেত্রী র্যাচেল হোয়াইট!

অভিনেত্রী র্যাচেল হোয়াইট যিনি জন্মসূত্রে কলকাতার। ভারতীয় হওয়া সত্ত্বেও তাঁকে নিজের নাগরিকত্ব প্রমাণ করার জন্য রীতিমতো হেনস্থার শিকার হতে হচ্ছে। শুক্রবার টুইটারে অভিনেত্রী জানিয়েছেন, পাসপোর্ট তৈরি করতে গিয়ে তাঁকে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি লিখেছেন, তাঁর কাছে ভারতের আধার কার্ড, সম্পত্তি সব প্রমাণ থাকার পরেও তাঁকে পুলিশের কাছে নতুন করে আবার প্রমাণ করতে হবে নাগরিকত্ব। এমনকি তাঁর পদবী হোয়াইট হওয়ার কারণে তাঁকে এইসব হেনস্থার সম্মুখীন হতে হয়েছে বলে জানিয়েছেন অভিনেত্রী।
র্যাচেল জানিয়েছেন, তাঁর ছেলে ডেসমন্ড তাঁর পাসপোর্ট তৈরি করার জন্য পুলিশের কাছে গিয়েছিলেন। সেখানে তাঁকে প্রথমেই তাঁর বাবার নাম, বাবার পেশা, মায়ের পেশা, ইত্যাদি নিয়ে প্রশ্ন করা হয়। র্যাচেলের বক্তব্য, ‘‘আমার ছেলেকে আমি একা মানুষ করেছি। তাই জন্যেই কি হেনস্থা করা হল? নাকি আমার পদবি দেখে এত প্রশ্ন জেগেছে পুলিশকর্তার মনে? তিনি আরও জানিয়েছেন, তিনি নিজে একজন অভিনেত্রী হওয়ার কারণে হয়তো তাঁকে এইসবের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। একজন পুলিশ কর্তা পুরুষতান্ত্রিক মন্তব্য করছেন এই যুগে দাঁড়িয়ে। পাসপোর্ট তৈরি করার জন্য যা যা নথিপত্র দরকার সব তিনি জমা করার পরেও তাঁকে এই সমস্যার মুখে পড়তে হচ্ছে।
Absurd but true ! Just got to know today that despite a valid passport, aadhar card, property and everything in India today during the police verification part, I’m asked to prove my citizenship 😂😂Apparently an aadhar card proves nothing. It’s the surname😏 Disgusted!
— Rachel White (@whitespeaking) April 29, 2022
অভিনেত্রী জানিয়েছেন, ডেসমন্ডের পাসপোর্ট থেকে মন সরিয়ে পুলিশকর্তা র্যাচেলের নাগরিকত্বে মন দিয়েছেন। ওই পুলিশকর্তার দাবি করেছেন,সন্তান জন্মের আগে র্যাচেলের কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ থাকলে সেটি পেশ করতে হবে। র্যাচেল অনেক কষ্টে পুরনো একটি রেশন কার্ড খুঁজে পেয়ে জমা দিয়েছেন। তার পরেও ওই পুলিশ অফিসার জানিয়েছেন, রেশন কার্ডে কাজ হবে কিনা, তা নিয়ে তিনি নিশ্চিত নন। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কাছে রিপোর্ট জমা হওয়ার পরে তিনি জানাতে পারবেন।
আরও পড়ুন: ‘কিশমিশ’ ছবির দৌলতেই অস্কার পেলেন দেব! অভিনেতা পোস্ট শেয়ার করে জানালেন, জয়ের অনুভূতি
র্যাচেলের দাবি, তিনি তাঁর সমস্ত নথিপত্র জমা দিয়ে দিয়েছেন। এর আগেও তিন বার তাঁর পাসপোর্ট ইস্যু হয়েছে। কখনও এমন সমস্যায় পড়েননি এর আগে। তিনি দাবি করেছেন,তাহলে এতদিন তিনি যা যা নথি বানিয়েছেন সবই তবে ভুয়ো নাকি। দেশের নাগরিক হিসেবে অভিনেত্রী নিজের পাসপোর্ট তৈরির সময় এত সমস্যা হয়নি কিন্তু বর্তমানে ছেলের পাসপোর্ট তৈরি করতে গিয়ে এত সমস্যার সামনে পড়তে হচ্ছে।